টিপ্পনী

টিপ্পনী
খবর:(নাইন এমএম পিস্তল ও ম্যাগজিন ভর্তি গুলিসহ মোমিন পাকড়াও)
মোমিন সাহেব মোমিন বটে
খারাপ কিছুই করেন না,
পরের দেয়া নেন না কিছু
কোনো সুযোগ ধরেন না।

লোভ লালসা নেই কিছু তার
তবিল-পকেট ভরেন না,
খিদের জ্বালায় মরে গেলেও
একটুও রাগ করেন না।

কিন্তু বেটা পাচার করেন
বর্ডার থেকে সরেন না,
সিংনগরের মানুষ বটে
মোটেও তিনি ফরেন না।
-আহাদ আলী মোল্লা
27.11.2015

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More