অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের সুহৃদ স্মরণ দিবস পালন
স্টাফ রিপোর্টার: ‘তোমার চেতনার স্পন্দনে তাড়িত আমরা, তাইতো স্মরি তোমারে’ এ স্লোগানকে ধারণ করে চুয়াডাঙ্গার অরিন্দম সাংস্কৃতিক সংগঠন গতকাল মঙ্গলবার জেলা শিল্পকলা একাডেমি হলরুমে সুহৃদ স্মরণ দিবস পালন করেছে। এ পর্যন্ত সংগঠনের যে সকল সদস্য ইন্তেকাল করেছেন তাদের সকলকে একসাথে স্মরণার্থে প্রতি বৎসর এই দিবসটি ‘অরিন্দম সুহৃদ স্মরণ দিবস’ হিসেবে পালন করা হয়।
এক প্রেসবিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্মরণসভায় মধ্যমণি ছিলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। তিনি পরলোকগত সদস্যদের অরিন্দমের সাথে যোগসূত্রিতা, সাংস্কৃতিক অঙ্গনে উজ্জ্বল ভূমিকা ও অবদান, তাদের ত্যাগ-তিতিক্ষা ইত্যাদি বিষয় তুলে ধরেন এবং নতুন প্রজন্ম যেন তাদের কে অনুসরণ করে বর্তমান সাংস্কৃতিক আন্দোলনকে আরো বেগবান করতে পারে সেই আহবান জানান।
সকাল ৮টায় সংগঠনের সভাপতি আব্দুল মোমিন টিপু ‘অরিন্দম সুহৃদ স্মরণ দিবস’ উদযাপন কমিটির আহ্বায়ক আলাউদ্দিন উমর’র যথাক্রমে সংগঠন ও স্মরণ দিবস পতাকা উত্তোলন এবং প্রয়াত সদস্য শফি উদ্দিন, ওয়াসিকুর রহমান জোয়ার্দ্দার বেলাল, খালেকুজ্জামান পিকলু, এসআর মালিক, মাবুদ মালিক, আবুল বাশার জোয়ার্দ্দার, শামসুল বারী সামু, ফজলুর রহমান জোয়ার্দ্দার, মনিরুল হক শাহ ও মেজর (অব.) আলীউজ্জামান জোয়ারদারের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন করা হয়। বিকেল ৫ টায় শোকযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সাড়ে ৫টায় সংগঠনের সভাপতি আব্দুল মোমিন টিপু‘র সভাপতিত্বে অনুষ্ঠিত হয় প্রয়াতদের জীবনীর ওপর আলোচনাসভা। অতিথি ছিলেন জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মুন্সি জাহাঙ্গীর আলম মান্নান এবং স্মরণদিবস উদযাপন কমিটির আহ্বায়ক আলাউদ্দিন উমর। শুরুতেই সাধারণ সম্পাদক আব্দুস সালাম দিবসের তাৎপর্য পাঠ করে শোনান।
অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন পরলোকগত সদস্যদের পরিবারের পক্ষ থেকে অরিন্দমের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম শফি উদ্দিন এর নাতি মনিরুজ্জামান রতন, শামসুল বারী সামুর সহধর্মিনী। এছাড়া আলোচনায় অংশগ্রহণ করেন লিটু বিশ্বাস, লুৎফর রহমান, অরিন্দম এর জীবন সদস্য ওয়ালিউর রহমান মালিক টুল্লু, সংলাপ সাংস্কৃতিক গোষ্ঠীর দফতর সম্পাদক জানমুন আহমেদ হিটু এবং অরিন্দমের সহসভাপতি মো. আলাউদ্দীন। অনুষ্ঠানটি পরিচালনায় ছিলেন সংগঠনের নাট্য সম্পাদক বজলুর রহমান শায়ক।