স্টাফ রিপোর্টার: ব্রিটেনে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মে মাসের প্রথম সপ্তাহে বাংলাদেশে ফিরবেন বলে জানা গেছে। তারেক রহমানের বাসায় নিয়মিত যাতায়াত করেন এমন একজন বিষয়টি নিশ্চিত করে জানান, বাংলাদেশে যাওয়ার প্রস্তুতি চলছে। তবে বেগম জিয়ার সঙ্গে শুধু আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান ও তার পরিবার দেশে যাবে। তারেক রহমান ও জুবাইদা রহমান বেগম জিয়ার সঙ্গে দেশে ফিরছেন না বলে গুঞ্জন রয়েছে। এখনই দেশে ফিরছেন না তারা।
জানা যায়, দেশে ফেরার তারিখ এখনো নির্দিষ্ট না হওয়ার কারণ হিসেবে উঠে এসেছে কাতার আমিরের পাঠানো বিশেষে ফ্লাইটের সিডিউল। বেগম জিয়া যে বিশেষ ফ্লাইটে লন্ডনে এসেছিলেন সেই ফ্লাইট ম্যানেজ করার চেষ্টা চলছে বলে জানা গেছে। জানা যায়, এ ফ্লাইটের বিষয়ে যোগাযোগের জন্য ২৬ এপ্রিল বিকালে তারেক রহমানের বাসায় ডাক পান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। মূলত কাতারের আমিরের সঙ্গে যোগাযোগের ভিত্তিতে এ ফ্লাইট ম্যানেজ করেছিলেন তিনি। সূত্র জানায়, যদি কাতার এয়ারলাইনসের ফ্লাইটটি এ সময়ের মধ্যে পাওয়া না যায় তাহলে বাংলাদেশ বিমানের ফ্লাইটে তিনি দেশে ফিরবেন। এ ক্ষেত্রে এটি সাধারণ ফ্লাইট নাকি চার্টার্ড করা ফ্লাইট হবে এ বিষয়ে এখনো জানা যায়নি। যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ যাওয়ার তারিখ সম্পর্কে নিশ্চিত করে কিছু না বললেও জানান, পারিবারিক আবহে থাকায় বেগম জিয়ার মানসিক অবস্থা খুবই ভালো। গত ৮ জানুয়ারি বেগম খালেদা জিয়া লন্ডনে উন্নত চিকিৎসার জন্য আসার পর প্রায় তিন সপ্তাহ তিনি লন্ডনের অভিজাত লন্ডন ক্লিনিক হাসপাতালে চিকিৎসা করেন। চিকিৎসার তেমন কোনো উন্নতি না হলেও তাঁর অবস্থা যাতে অবনতি না হয় সেদিকে লক্ষ্য ছিল ডাক্তারদের। ৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, কিডনি, হার্ট, ডায়াবেটিস, আর্থ্রাইটিসসহ শারীরিক নানা অসুস্থতায় ভুগছেন। খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনের বিষয়ে মেডিকেল বোর্ডের চিকিৎসকরা এখনো কোনো সিদ্ধান্ত নেননি। তার বয়স ও স্বাস্থ্যের ওপর বিবেচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.