ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়শনের উদ্যোগে বৈশাখী উৎসব শুরু

স্টাফ রিপোর্টার: ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়শন (ডুয়া)’র উদ্যোগে আয়োজিত বৈশাখ মিলনমেলা ১৪৩২ শুরু হয়েছে। এতে সভাপতিত্ব করেন ডুয়ার আহ্বায়ক শামসুজ্জামান দুদু। গতকাল শনিবার বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান মিলনমেলার উদ্বোধন ঘোষণা করেন। সভাপতির বক্তব্যে সাবেক সংসদ সদস্য শামসুজ্জামান দুদু বলেন, বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলনের সূতিকাগার এই ঢাকা বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয় থেকে নানা আন্দোলন তৈরি হয়েছে। এসব আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আজকের এই আয়োজন একটা মিলনমেলা। এখানে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যালামনাই অ্যাসোসিয়শনের সদস্য সচিব আব্দুল বারী ড্যানী। এ সময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমদ, বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান প্রমুখ উপস্থিত ছিলেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More