কালীগঞ্জ প্রতিনিধি: স্বাস্থ্য খাতে পিছিয়ে পড়া ঝিনাইদহ জেলার কালীগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে গণপূর্ত বিভাগের ১০ একর সরকারি জমিতে বিশ্বমানের হাসপাতাল প্রতিষ্ঠার দাবিতে পেশাজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ৫১ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠিত হয়। গতকাল শনিবার সকাল ১০টায় কালিগঞ্জ সোনার বাংলা ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের আয়োজনে বিভিন্ন পেশাজীবী সংগঠন, পৌর এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানগণ, বিভিন্ন রাজনৈতিক দলের সভাপতি সম্পাদকদের নিয়ে এক মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক জামির হোসেনের সঞ্চালনায় মোহনা টিভির জেলা প্রতিনিধি ও প্রতিদিনের কথা পত্রিকার সাংবাদিক সোহেল আহমেদ প্রবন্ধপাঠের মধ্যদিয়ে মতবিনিময়সভা শুরু করা হয়। এ সময় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিএনপির থানা আহ্বায়ক সাবেক মেয়র মাহবুবুর রহমান, সমাজসেবক দানবীর বুঝিডাঙ্গা মুন্দিয়ার আব্দুস সামাদ, জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা আবু তালেব, সমাজসেবক মনিরুল ইসলাম, বিএনপি’র যুগ্ম আহ্বায়ক তবিবুর রহমান মিনি, নবচিত্র পত্রিকা প্রধান সম্পাদক আলহাজ্ব শহিদুল ইসলাম, উচ্চকণ্ঠ পত্রিকার সম্পাদক আনারুল ইসলাম রবি, বেজপাড়া গ্রামবাসীর পক্ষে আলমগীর কবীর, জামায়াতের থানা আমির মাওলানা ওলিয়ার রহমান, বিএনপি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, পরিবেশক সমিতির সভাপতি আব্দুল আলিম, কৃষক সংগ্রাম সমিতি সভাপতি সাখাওয়াত হোসেনসহ আরও বক্তব্য রাখেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। সভায় বিএনপির থানা আহ্বায়ক সাবেক মেয়র মাহবুবুর রহমানকে আহ্বায়ক করে প্রাথমিকভাবে ৫১ সদস্য বিশিষ্ট বিশ্বমানের হাসপাতাল বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। হাসপাতাল স্থাপনের দাবিতে আগামীতে একাধিক উপ-কমিটির গঠনেরও সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রাথমিকভাবে সাংবাদিক সম্মেলন ও মানববন্ধন পালনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। প্রয়োজনে পরবর্তীতে রাজপথ, রেলপথ অবরোধসহ ঢাকা জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সামনে অবস্থান ধর্মঘট পালনের সিদ্ধান্ত হয়েছে।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.