জীবননগর ব্যুরো: জীবননগর পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক উপজেলার কয়া গ্রামের বাসিন্দা আলী আহাম্মদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি … রাজেউন)। গতকাল শুক্রবার সন্ধ্যায় বার্ধক্যজনিত কারণে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮২ বছর। আজ শনিবার বেলা সাড়ে ১১টায় কয়া ঈদগা ময়দানে সাবেক এ প্রধান শিক্ষকের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।
মরহুমের পারিবারিক সূত্রে জানা যায়, সাবেক প্রধান শিক্ষক আলী আহাম্মদ বেশ কয়েক বছর ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সর্বশেষ তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয় এবং গতকাল সন্ধ্যা ৬টায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার সময় কয়া গ্রামের ঈদগাহ ময়দানে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। জীবননগর পাইলট হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক আলী আহাম্মদের মৃত্যুতে বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশসহ মরহুমের আত্মার শান্তি কামনা করেছেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.