চুয়াডাঙ্গার জনপ্রিয় ডা. জিন্নাতুল আরা গুরুতর অসুস্থ এয়ার অ্যাম্বুলেন্সে নেয়া হলো ঢাকায় : দোয়া কামনা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাসহ আশপাশ এলাকায় সাধারণ মানুষের চিকিৎসক হিসেবে পরিচিত ডা. জিন্নাতুল আরা গুরুতর অসুস্থ। গতকাল মঙ্গলবার বিকেলে জরুরিভাবে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেয়া হয়েছে। রাতেই তাকে নেয়া হয় আইসিইউতে। ডা. জিন্নাতুল আরা গত সোমবার থেকে কিছুটা অসুস্থ ছিলেন। গতকাল মঙ্গলবার সকালের দিকে বাথরুমে যাওয়ার সময় তিনি পড়ে যান। বিকেলে তিনি আকস্মিকভাবে স্ট্রোকে আক্রান্ত হন। এ সময় তার ডান দিকটা অবশ হয়ে আসতে থাকে। এ সময় চুয়াডাঙ্গার সনো সেন্টারে নিয়ে তার সিটিস্ক্যান করা হয়। সেখানে মস্তিষ্কে রক্তক্ষরণ ধরা পড়ে বলে একটি সূত্র জানায়।
ডা. জিন্নাতুল আরার ছোট বোন ডা. লিফা নারছিস চৈতী দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, গতকাল মঙ্গলবার সকালে ডা. জিন্নাতুল আরা টয়লেটে পড়ে যান। সেখান থেকে উদ্ধার করে সনো সেন্টারে নিয়ে সিটিস্ক্যান করা হয়। ধারণা করা হচ্ছে ব্রেনস্টোকে আক্রান্ত হয়েছেন তিনি। বিকেলে জরুরিভাবে এয়ার অ্যাম্বুলেন্স তলব করা হয়। সন্ধ্যা ৬টার দিকে টাউন ফুটবল মাঠে নামে এয়ার অ্যাম্বুলেন্স। সেখান থেকে নেয়া হয় ঢাকার এভার কেয়ার হাসপাতালে। বর্তমানে তিনি সেখানকার আইসিইউতে আছেন। সেখানে আগামী ৭২ ঘণ্টা পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা।
ডা. জিন্নাতুল আরা দীর্ঘ ৪০ বছরের অধিক সময় ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের রোগীসহ জেলার সাধারণ গাইনী রোগীদের সেবা দিয়ে আসছেন। নিজ জেলাসহ আশপাশের জেলাতেও তার চিকিৎসার সুনাম ও সুখ্যাতি আছে। চুয়াডাঙ্গা জেলা ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডা. জিন্নাতুল আরা পারিবারিক জীবনে ঝিনাইদহের সাবেক সিভিল সার্জন ডা. একরামুল হকের স্ত্রী এবং চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময়ের মা। এছাড়া ডা. হাসানুজ্জামান নুপূরের বড় বোন ডা. জিন্নাতুল আরা। তারা সবাই পরিবারের পক্ষ থেকে ডা. জিন্নাতুল আরার আশু সুস্থতার জন্য জেলাবাসীর দোয়া চেয়েছেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More