চুয়াডাঙ্গায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত সেফটি দিবস উপলক্ষে প্রস্তÍতিমূলক সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত সেফটি দিবস-২০২৫ উপলক্ষে প্রস্তÍতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মিজানুর রহমানের সঞ্চালনায় মহান মে দিবস ২০২৫ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে বিভিন্ন কর্মসূচি গৃহীত হয়। গৃহীত কর্মসূচীর মধ্যে সকাল ৯টা ২০ মিনিটে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি কোর্ট মোড় হয়ে শহীদ হাসান চত্বর থেকে ঘুরে একই স্থানে শেষ হবে। শোভাযাত্রার শুরুতে থাকবে ব্যা- পার্টি, এরপর প্রতিটি সংগঠন তাদের নিজ নিজ ব্যানার ও প্লাকার্ড বহন করবে। শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রত্যেকেরই জন্য বরাদ্দ করা হবে মাথার ক্যাপ। পরে ডিসি সাহিত্য মঞ্চে মে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ^াস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম সাইফুল্লাহ, প্রফেসর এসএম ইস্রাফিল, জামায়াতের জেলা আমীর মো. রুহুল আমিন, পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আয়েশা আক্তার রিক্তা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফ আহমেদ, কুষ্টিয়া শ্রম পরিদর্শক ফায়জুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক দেবাশীষ কুমার দাস, রেলওয়ের সম্পাদক হেলাল হোসেন, রেলওয়ের যুগ্ম অফিসার নজরুল ইসলাম, বিএনপি নেতা এম জেনারেল, জেলা জাসাসের সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, চুয়াডাঙ্গা সরকারি কলেজ বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সি আবু সাইফ, বিএফএ’র সভাপতি আকবর আলী, তথ্য অফিসার শিল্পী ম-ল, তুলা উন্নয়ন বোর্ডের সিসিডিও সেন দেবাশীষ, সদর থানার পুলিশ পরিদর্শক হোসেন আলী, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক জহির রায়হান, ইটভাটা মালিক সমিতির সভাপতি আব্দুল মোতালেব, শ্রমিক নেতা রাশেদ, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপুল আশরাফসহ সরকারি কর্মকর্তা ও শ্রমিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানে বাস- ট্রাক- মাইক্রোবাস শ্রমিক, ইট ভাটা শ্রমিক, নির্মাণ শ্রমিক, রেলওয়ে শ্রমিক, বিএডিসি শ্রমিক, জেলা প্রশাসন, সরকারি-বেসরকারি সংগঠন সমূহের প্রতিনিধিরা শোভাযাত্রায় অংশ নেবে বলে জানানো হয়।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More