কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার রুদ্রনগর গ্রামে রাতে ছাগল চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়লো জামাই আব্দুর রশিদ। গত পরশু বুধবার দিবাগত রাত ২টার দিকে একই গ্রামের চোর আব্দুর রশিদ নিজ শ্বশুর বাড়িতে ছাগল চুরি করতে গেলে গ্রামের লোকজন টের পেয়ে জামাই চোর আব্দুর রশিদকে ধরে বেঁধে রাখে। পরে সকালে চোরের পরিবারের লোকজন দামুড়হুদা মডেল থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে থানা হেফাজতে নেয়। আটক আব্দুর রশিদ (৩৫) দামুড়হুদার হাউলি ইউনিয়নের রুদ্রনগর গ্রামের আনছার আলীর ছেলে। দামুড়হুদা মডেল থানার ওসি হুমায়ুন কবির বলেন, বিষয়টি পারিবারিক তাই উভয় পক্ষ দুটি লিখিত অভিযোগ করেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.