দেশের উন্নয়নে প্রশিক্ষিত জনবলের বিকল্প নেই

দামুড়হুদায় গো গ্রীন সেন্টার পরিদর্শনেকালে অতিরিক্ত বিভাগীয় কমিশনার

দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কোষাঘাটায় অবস্থিত ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টার পরিদর্শন ও কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মো. হুসাইন শওকত। গতকাল বৃহস্পতিবার বেলা ১২টার দিকে তিনি দামুড়হুদা উপজেলার কোষাঘাটাস্থ ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টার পরিদর্শন করেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার সহ অতিথিবৃন্দ গো গ্রীন সেন্টারে পৌঁছুলে ওয়েভ ফাউন্ডেশনের কর্মকর্তাগণ ফুলেল শুভেচছা দিয়ে অভ্যাথনা জানান। এসময় অতিথিবৃন্দ ওয়েভ ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। এরপর ওয়েভ ফাউন্ডেশনের মিটিং রুমে কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়েভ ফাউন্ডেশনের পরিচালক মো. জহির রায়হান। ওয়েভ ফাউন্ডেশনের সিনিয়র সমন্বয়কারী মো. কামরুজ্জামান যুদ্ধর প্রাণবন্ত সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক মো. হুসাইন শওকত। মতবিনিময় সভায় প্রধান অতিথি বক্তব্যে বলেন, ওয়েভ ফাউন্ডেশন যে সকল কার্যক্রম পরিচালনা করে আসছে তা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ। বেশী বেশী প্রশিক্ষণের মাধ্যমে দেশের উন্নয়নে প্রশিক্ষিত জনবল গড়ে তুলতে হবে। তিনি আরো বলেন, ওয়েভ ফাউন্ডেশন নিরাপদ মাছ, মাংস ও সবজি উৎপাদনে যে ভূমিকা রেখেছে তা অনন্য। মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথী মিত্র, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে এইচ তাসফিকুর রহমান। মতবিনিময় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ওয়েভ ফাউন্ডেশনের সহকারী পরিচালক কিতাব আলী ও পরিচালক ইফতেখার হোসেন। মতবিনিময় সভায় প্রজেক্টটরের মাধ্যমে ওয়েভ ফাউন্ডেশনের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা উপস্থাপনা করেন উপদেষ্টা আব্দুস শুকুর। ওয়েভ ফাউন্ডেশনের গো গ্রীন সেন্টারের দুম্বা, ছাগল প্রজনন খামার ও বীজের কোন্ড স্টোরেজ পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More