ধর্ষক ও খুনি মোমিনুলের ফাঁসির দাবিতে মানববন্ধন
দর্শনা পারকৃষ্ণপুরে শিশু সুমাইয়া ধর্ষণ ও হত্যা মামলার ঘটনা
দর্শনা অফিস: দর্শনা পারকৃষ্ণপুরে ৭ বছর বয়সি শিশু সুমাইয়াকে ধর্ষণ শেষে হত্যা মামলা এখনো বিচারাধীন। আবারো অভিযুক্ত ধর্ষক ও খুনি মোমিনুলের ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দর্শনা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের পারকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ মোড় পাড়ার কাঠুরে নাসির উদ্দিনের ছয়ঘরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণিতে পড়ুয়া একমাত্র মেয়ে সুমাইয়া খাতুন। ২০২০ সালের ১ ফেব্রুয়ারি প্রতিদিনের মতো স্কুল থেকে বাড়ি ফিরেছিলো ঠিক দুপুর ১২টার দিকে। স্কুল পোষাক পাল্টিয়ে বাড়ি থেকে খেলার জন্য সুমাইয়া বের হয়েছিলো ঠিকই কিন্তু ফেরেনি আর বাড়িতে। বিকেল পর্যন্ত মেয়ে বাড়ি না ফেরায় শুরু হয় খোঁজাখুঁজি। খুঁজতে খুঁজতে বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত শুরু হলেও খুঁজে পাওয়া যায়নি সুমাইয়াকে। রাত ৮টার দিকে গ্রামসহ আশপাশ এলাকায় সুমাইয়া নিখোঁজের মাইকিংও করা হয়েছিলো। মাইকিংয়েও কোন প্রকার সন্ধান না পাওয়ায় রাত ৯টার দিকে গ্রামবাসী দল বেধে লাইট হাতে মাঠ-ঘাট খোঁজা শুরু করে। রাত সোয়া ১০টার দিকে ইউনিয়ন পরিষদ মাঠের আয়ুব আলীর শিম বাগানে সুমাইয়ার ক্ষত-বিক্ষত বিবস্ত্র লাশ পড়ে থাকতে দেখে চমকে উঠেছিলো সবাই। লাশের পাশে পড়ে থাকা শ্যাম্পুর প্যাকেটের সূত্র ধরে স্থানীয় দোকানিদের জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। ইউনিয়ন মোড় এলাকার মুদি দোকানি হামিদের দেয়া তথ্য অনুযায়ী পুলিশ জানতে পারে কাউন্সিলর মোড়পাড়ার ইসলাম আলীর ছেলে অভিযুক্ত লম্পট মোমিনুল দুটি শ্যাম্পু কিনেছিলো। ধর্ষণ ও হত্যাকান্ডের ঘটনায় পুলিশ গ্রেফতার করে মোমিনুলকে। গ্রেফতারকৃত মোমিনুল পুলিশি জিজ্ঞাসাবাদে শিশু সুমাইয়াকে ধর্ষণ শেষে শ্বাসরোধ করে হত্যাসহ চাঞ্চল্যকর বহু তথ্য দেয়। ওই ঘটনায় সুমাইয়ার বাবা নাসিরুল ইসলাম বাদী হয়ে অভিযুক্ত ধর্ষক মোমিনুলের বিরুদ্ধে দামুড়হুদা থানায় ধর্ষণ ও হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ছিলেন ইন্সপেক্টর শেখ মাহবুবুর রহমান। অভিযুক্ত লম্পট ধর্ষক ও খুনি মোমিনুলের ফাঁসির দাবিতে ফুসে উঠে গোটা ইউনিয়নবাসী। ফাঁসির দাবিতে পারকৃষ্ণপুর বাজার ও মেমনগর মোড়ে করা হয়েছে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশও হয়েছে সেসময়। তারপরেও কোন মানবধিকার সংস্থা সুমাইয়ার পরিবারের পাশে দাঁড়াইনি। অবশেষে গতকাল বুধবার সকাল ১০টার দিকে দর্শনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেছে দর্শনা কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা। মানববন্ধনে সুমাইয়ার মা পলিসহ বক্তব্য দেন দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন, যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, অপু সুলতান, দর্শনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুর রহমান, যুবদল নেতা রাশেদ আহমেদ সজিব, আকাশ খান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নেতা জাকির হোসেন, আলতাফ হোসেন, আজিজুল ইসলাম, দর্শনা পৌর ছাত্রদলের সদস্য সচিব আল মামুন, দর্শনা কলেজ ছাত্রদল নেতা শোয়েব ইসলাম, রাকিবুল হোসেন, নিশান ইসলাম প্রমুখ। বক্তারা অভিযুক্ত মোমিনুলের ফাঁসির দাবি তুলে বক্তব্য দেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.