জীবননগর ব্যুরো: জীবননগরে একটি চোরাই ছাগল এবং একটি পাখি ভ্যান উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জন চোরকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন-জীবননগর উপজেলার উথলী গ্রামের ফার্মগেট পাড়ার আশাদুল হকের ছেলে রিফাত হোসেন (১৯) এবং একই গ্রামের মালোপাড়ার সিরাজুল ইসলামের ছেলে মিনারুল ইসলাম (১৯)।
পুলিশ জানায়, জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মামুন হোসেন বিশ্বাসের নেতৃত্বে শাহাপুর পুলিশ ক্যাম্পের আইসি মো. মেহেদী হাসান সঙ্গীয় অফিসারসহ মঙ্গলবার দুপুর ১ টার সময় অনন্তপুর গ্রামের লতিফ মিয়ার ইট ভাটার সামনে পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় একটি খাসি ছাগল চুরি করে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় জনগণের সহায়তায় রিফাত হোসেন ও মিনারুল ইসলামকে গ্রেফতার করে। পরে তাদের কাছ থেকে ২৫ হাজার টাকা মূল্যের একটি খাসি ছাগল ও ৩০ হাজার টাকা মূল্যের একটি ব্যাটারি চালিত পাখিভ্যান উদ্ধার করা হয়। এ ব্যাপারে আসামিদের বিরুদ্ধে জীবননগর থানায় চুরি মামলা রুজু করা হয়েছে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.