কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে নগদ অর্থ প্রদান অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় কার্পাসডাঙ্গা বাজার দোকান মালিক সমিতির কার্যালয়ে অর্থ প্রদান অনুষ্ঠিত হয়। বাজার দোকান মালিক সমিতির সভাপতি আলমগীর হোসেন রাসেল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ প্রদান করেন। সভাপতি আলমগীর হোসেন রাসেল বলেন, গত ২৭ রোজায় কার্পাসডাঙ্গা বাজারে অগ্নিকা-ে ব্যবসায়ীদের প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গিয়েছিলো। এতে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাজরের সকল ব্যবসায়ী ভাইদের সহযোগিতায় অর্থ প্রদান করা হলো। সহ-সভাপতি রফিকুল ইসলাম বলেন, প্রায় ১৮জন ক্ষতিগ্রস্তদেরকে নগদ অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছি। অনেক ধন্যবাদ জানাই ব্যবসায়ী ভাইদের যে, তারা সকলে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ আজিবর রহমান, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম। উল্লেখ্য, ২৭ মার্চ রাতে বিদ্যুৎ এর শর্টসার্কিট থেকে আগুন লেগে বেশ কয়েকজনের ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়।
পূর্ববর্তী পোস্ট
মেহেরপুরে সহিংসতা নিরসন ও সম্প্রীতি শীর্ষক মতবিনিময়সভা অনুষ্ঠিত
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.