চুয়াডাঙ্গা সদর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির সিদ্ধান্তের বিষয়ে জেলা প্রশাসকের নিকট অভিযোগ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির আলোচ্য বিষয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় ভুক্তোভোগী ডিলার জেলা প্রশাসকের নিকট অভিযোগ করেছেন। সেই সাথে ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী বিরোধপূর্ণ বিষয়টির সুষ্ঠু সমাধানেরও দাবি জানিয়েছেন তিনি। অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সাবেক বেগমপুর বর্তমান নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ী বাজারে অবস্থিত বিসিআইসি’র অনুমোদিত আকবার আলীর ডিলারশীপের ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। বাজারে বিবিএস অ্যাগ্রোর নামে আরও একটি প্রতিষ্ঠান রয়েছে। নেহালপুর ইউনিয়নের হিজলগাড়ী বাজারে একাধিক প্রতিষ্ঠান থাকায় বেগমপুর ইউনিয়ন ডিলার শূন্য হয়ে পড়েছে। ২০০০ সালে বিসিআইসি সারের ডিলার হিসাবে নিয়োগ প্রাপ্তহন মেসার্স আকবার আলী। সদর উপজেলা সার বীজ মনিটরিং কমিটি নির্দেশে ২০০৭ সালে ডিঙ্গেদহ বাজার থেকে ব্যবসা প্রতিষ্ঠান বেগমপুর ইউনিয়নের মধ্যবর্তী হিজলগাড়ী বাজারে নিয়ে যান তিনি। সেই থেকে তিনি সেখানেই ব্যবসা করে যাচ্ছেন। গত রোববার আকবর আলী চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি উল্লেখ্য করেছেন, গত ২৯ জানুয়ারি ২০২৫ তারিখ দুপুর ১২টায় উপজেলা কমিটি মিটিং আহ্বান করলেও আগের দিন রাত ৮টায় ফোন করে সকাল ৯টায় মিটিং বলে উপজেলা সম্মেলন কক্ষে হাজির হবার নির্দেশ দেন। মিটিংয়ে সদর উপজেলার ১৩ সদস্য বিশিষ্ট সকল সদস্যকে উপস্থিত দেখানো হলেও আদতে সেখানে ডিলাররা ছাড়া অন্য কেউ উপস্থিত ছিলেন না। উপস্থিত ৩০জন ডিলারের মধ্যে একজন বাদে সকলেই আমার ব্যবসা প্রতিষ্ঠান হিজলগাড়ী বাজারে থাকার ব্যাপারে মতামত দেন। রেজুলেশনে সকাল ৯টার মিটিং দুপুর ১২টায় দেখানো হয়েছে। বিষয়টি আমি মৌখিকভাবে জেলা প্রশাসককে জানালে তিনি পরবর্তী উপজেলা মিটিংয়ে উপস্থাপনা করার জন্য বললেও অজ্ঞাত কারণে উপজেলা কমিটির সভাপতি বিষয়টি আমলে নেননি বলে লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে। সেই সাথে অভিযোগকারী ২০০৯ সালের নীতিমালার আলোকে হিজলগাড়ী বাজারে সারের ডিলারশীপ বলবৎ থাকে তারও ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছেন। এদিকে বেগমপুর ইউনিয়নের একাধিক চাষি অভিযোগ করে বলেন, জেলা ও উপজেলা সার বীজ মনিটরিং কমিটি বিষয়টি তদন্তপূর্বক দ্রুত সমাধান করেন এটাই আমাদের প্রত্যাশা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More