চুয়াডাঙ্গায় মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ে নতুন ভর্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টার: মেডিকেল ও বিশ্ববিদ্যালয় নতুন ভর্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনার আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চুয়াডাঙ্গা জেলা শাখা। গত পরশু সোমবার সন্ধ্যা ৭টায় হোটেল পিয়ারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি সাগর আহমেদ। তিনি বলেন, শিক্ষার ক্ষেত্রে আপনাদেরকে সর্বোচ্চ শিখরে পৌঁছাতে হবে। ছাত্রজনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিকিয়ে দেয়াকে দেশপ্রেমিক জনগণ রুখে দিবে। বাংলাদেশ আর কারো গোলামী মেনে নিবে না। বাংলাদেশকে বিশ্বে মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চরিত্রবান নেতৃত্বের প্রয়োজন হবে। আর এই নেতৃত্ব যোগান দিতে ইসলামী ছাত্রশিবির বদ্ধপরিকর। অতিথি ছিলেন চুয়াডাঙ্গা শহর সভাপতি আবু রায়হান, জেলা স্কুল বিভাগীয় সম্পাদক আব্দুর রহিম। ফরহাদ রেজা ইনসান-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তৌফিক সাইদ জিম-জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আহসান হাবিব বুয়েট, ইয়াসির আরাফাত অভি-তাহসিন রেজা কুয়েট, সৈকত হাসান চুয়েট, হাসিন রায়হান নাঈম-খুলনা মেডিকেল কলেজ, আফরোজ গালিব কাব্য-ঢাকা মেডিকেল কলেজ, আল সাফিন-ঢাকা ডেন্টাল কলেজ, রিফাত আলী-রাজশাহী মেডিকেল কলেজ,ইনজামাম হোসেন সাব্বির-রাজশাহী মেডিকেল কলেজ, ফাহিম ফয়সাল-কুষ্টিয়া মেডিকেল কলেজ ও আরাফাত রহমান জগন্নাথ বিশ^বিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ সভাপতি পারভেজ আলম।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More