সিগারেটের প্রচার করার অপরাধে ৫ ব্যবসায়ীর জরিমানা
মেহেরপুরের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
মেহেরপুর অফিস: সরকারি আইন অমান্য করে সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন রাখার অপরাধে মেহেরপুর শহরের ৫ ব্যবসায়ীর নিকট থেকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা আদায় করা হয়েছে। গতকাল বুধবার বিকেলের দিকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেনের নেতৃত্বে মেহেরপুর শহরের কলেজ সড়ক, ওয়াপদা সড়ক এবং কোর্ট সড়কে মোবাইল কোর্ট বসানো হয়। এ সময় ব্যবসা কেন্দ্রে সিগারেটের প্রচার ও বিজ্ঞাপন রাখার অপরাধে ৫ ব্যবসায়ীর নিকট থেকে ধূমপান ও তামাক জাত দ্রব্য ব্যবহার ও নিয়ন্ত্রণ আইন ২০০৫ এর ৫ ধরায় মোট ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোবাইল কোর্ট চলাকালে জেলা প্রশাসনের সরকারি কমিশনারের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস্তামুল হক এবং সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম সেখানে উপস্থিত ছিলেন।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.