স্টাফ রিপোর্টার: বেশ লম্বা সময় ধরে জাতীয় দলের বাইরে টাইগার অলরাউন্ডার নাসির হোসেন। তবে নেতিবাচক শিরোনামে প্রায়ই তিনি আলোচনায় ছিলেন দেশের গণমাধ্যমগুলোতে। তেমনই এক ঘটনায় ২০২১ সালে আবুধাবি টি-টেন লিগ খেলতে গিয়ে একটি আইফোন উপহার নেন নাসির। কিন্তু সেই তথ্য তিনি গোপন করেন। পরে নাসির শিকার করায় অভিযুক্ত হলে, তথ্য গোপন করে আইসিসির নিয়ম ভাঙায় নাসিরকে সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিল আইসিসি। শর্ত পূরণ করায় তার শাস্তি নিষেধাজ্ঞা শেষ হয় গতকাল। নিষেধাজ্ঞা কাটিয়ে চলমান ঢাকা প্রিমিয়ার লিগ দিয়ে মাঠের ক্রিকেটে প্রত্যাবর্তন হয়েছে নাসিরের। গতকাল মিরপুর শের-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ডিপিএলের নবম রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামে রুপগঞ্জ টাইগার্স। আগে ফিল্ডিংয়ে নেমে বল করতেও দেখা গেছে নাসিরকে। ২০২৪ সালের জানুয়ারিতে পাওয়া সে নিষেধাজ্ঞা শেষ হয় গতকাল। নাসিরের আবেদনের পরিপ্রেক্ষিতে তার ছয় মাসের স্থগিত নিষেধাজ্ঞা যেন কার্যকর না হয়-এ জন্য আইসিসিতেও কথা বলে বিসিবি। সব ঠিক থাকায় ৭ এপ্রিল তার নিষেধাজ্ঞা শেষ। গতকালই নামলেন ম্যাচ খেলতে। বাংলাদেশের হয়ে ১৯টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৩১টি টি-টোয়েন্টি খেলা নাসির সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০১৮ সালের জানুয়ারিতে। এরপর ঘরোয়া লিগে পারফর্ম করলেও বিশৃঙ্খলার জন্য বেশি খবরের শিরোনাম হয়েছেন নাসির।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.