কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার উত্তরচাঁদপুরে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন খেলাধুলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী উত্তরচাঁদপুর গ্রামবাসী ও ৯নং ওয়ার্ড বিএনপির আয়োজনে কুনিয়া চাঁদপুর ছিদ্দিকিয়া দাখিল মাদরাসা ও সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ওয়ার্ড বিএনপির সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছার আলী, দামুড়হুদা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কৃষকদলের সাধারণ সম্পাদক সাবেক মেম্বার আব্দুল আলিম, বিএনপি নেতা আবু নসর, শিক্ষক আব্দুল কুদ্দুস, আব্দুর রহিম প্রমুখ। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম।
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.