এবার ভিন্ন স্বাদের ঈদ আনন্দে মেতেছে মানুষ

গরম উপেক্ষা করে না ছুটিতে চুয়াডাঙ্গার বিনোদন কেন্দ্রে মানুষের ঢল

জহির রায়হান সোহাগ: ঈদের দিন থেকে ভ্যাপসা গরম। তবে আদৌ ভাটা পড়েনি ঈদ আনন্দে। গরম উপেক্ষা করে ঠিকই ঈদ আনন্দে মেতে উঠেছেন সবাই। ঈদের কয়েকদিনের ছুটিতে দর্শনার্থীদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে চুয়াডাঙ্গার বিনোদন কেন্দ্রগুলো। ঈদের আনন্দ বাড়িয়ে দেয় এসব কেন্দ্র। এসব কেন্দ্রে এসে আনন্দ উপভোগ করে শিশুসহ সব বয়সী মানুষ। দিনভর ঘোরাঘুরি আর খাওয়া-দাওয়ায় মেতেছে সবাই। বিনোদন কেন্দ্রের পাশাপাশি ঢল নেমেছে সিনেমাহলেও।
ঈদের দিন থেকেই নারী-পুরুষ শিশুর ঢল নেমেছে জেলার পার্ক ও বিনোদন কেন্দ্রগুলোতে। চুয়াডাঙ্গা শহরের শিশুপার্ক, পুলিশপার্ক, বদরগঞ্জের আক্কাস লেক ভিউ পার্ক, দামুড়হুদা উপজেলার শিবনগরে ডিসি ইকোপার্ক, ইব্রাহিমপুরের মেহেরুন শিশু পার্ক, ফ্যান্টাসি চুয়াডাঙ্গা, কুড়–লগাছির রায়সার বিল, জীবননগরের গোয়ালপাড়ার ফরমান ম-লের বাগানবাড়ি, কাশিপুর জমিদার বাড়ি, একতারপুর বাওড়ে মানুষের ভীড় ছিল দেখার মতো। পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে এসব বিনোদন কেন্দ্র ঘুরেই তৃপ্তির ঢেঁকুর তুলছেন বিনোদনপ্রেমীরা। ইজিবাইক, নসিমন, করিমন, আলমসাধু, মোটরসাইকেল, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনযোগে এসব পার্ক ও বিনোদন কেন্দ্রে শিশু-কিশোর ছাড়াও ভীড় জমাচ্ছেন ভ্রমণ পিপাসু নারী-পুরুষ। কেউ এসেছেন বন্ধু-বান্ধবের সাথে। আবার কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে। সবাই মেতেছেন ঈদ আনন্দে।ঈদ আনন্দের স্মৃতি ধরে রাখতে মোবাইলফোনে সেলফি তোলার হিড়িক পড়েছে বিনোদন কেন্দ্রে। ঈদ আনন্দের প্রতিফলন দেখা গেছে সোশ্যাল মিডিয়ায়। বিনোদন কেন্দ্র ঘুরে বন্ধু-বান্ধবী ও পরিজনসহ ছবি, সেলফি তুলে পোস্ট করেছেন অনেকে।
ঈদের দিন দুপুরের পর থেকে চুয়াডাঙ্গা শহরের শিশুপার্ক ও পুলিশ পার্কে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসছেন সবাই। বিনোদনের ভিন্নমাত্রা যোগ করেছে বদরগঞ্জের আক্কাস লেক ভিউ পার্ক। প্রাকৃতিক সৌন্দর্য আর মুক্ত বাতাসে ঘুরতে এখানে ভীড় করছেন সবাই। চড়ছেন বিভিন্ন ধরণের রাইডসে। ফ্যান্টাসি চুয়াডাঙ্গা ও কুড়ুলগাছির রায়সার বিলে ঈদ দিন দুপুরের পর থেকে বন্ধু বান্ধব নিয়ে ঘুরতে আসছেন ভ্রমণ পিপাসুরা। বিকেলে জীবননগরের গোয়ালপাড়ার ফরমান ম-লের বাগানবাড়ি, কাশিপুর জমিদার বাড়ি ও একতারপুর বাওড়ে মানুষের ভীড় ছিল দেখার মতো।
দামুড়হুদা উপজেলার শিবনগরে নির্মিত হয়েছে ডিসি ইকো পার্ক। প্রতিদিন বেলা বাড়ার সাথে সাথে এখানেও ঢল নামে জেলার সরকারি কর্মকর্তাসহ সাধারণ মানুষের। তবে বিনোদন প্রিয় মানুষকে আনন্দ দিতে দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুরে ব্যক্তি উদ্যোগে নির্মিত মেহেরুন শিশু পার্কটি এই ঈদে হাজার হাজার মানুষের পদচারণায় মুখরিত হয়েছে। শুধু জেলার নয়, পার্শ্ববর্তী জেলার কয়েক হাজার মানুষ পরিবার-পরিজন নিয়ে ঈদের বাঁধভাঙ্গা আনন্দ উপভোগ করতে আসছেন এই পার্কে। এখানে রয়েছে একটি মিনি চিড়িয়াখানা। এছাড়া মাটির নিচে আজব গুহা, দোলনা, নাগরদোলাসহ বিভিন্ন রাইডে চড়ে যে যার মতো আনন্দে মেতে উঠছেন।
পরিবার-পরিজন নিয়ে ফ্যান্টাসি চুয়াডাঙ্গায় ঘুরতে আসা সিদ্দিকুর রহমান বলেন, পরিবার পরিজন নিয়ে ঘুরতে বের হয়েছি ঈদের আনন্দ উপভোগ করতে। প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আক্কাস লেক ভিউ, ফ্যান্টাসি চুয়াডাঙ্গাসহ বিভিন্ন পার্ক ও দর্শনীয় স্থান ঘুরেছি। এসব স্থানে মুক্ত বাতাসে মন খুলে নিঃশ্বাস নিতে পারছি। এবার ভিন্ন স্বাদের ঈদ আনন্দ উপভোগ করছি।
ঈদের দিন থেকেই নতুন সিনেমা দেখতে চুয়াডাঙ্গার একমাত্র ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ নান্টুরাজ সিনেমাহলে ভীড় জমান দর্শকরা। নান্টুরাজ সিনেমাহল কর্তৃপক্ষ জানান, এবার ঈদে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনার বাংলা ভাষার চলচ্চিত্র বরবাদ মুক্তি পেয়েছে। এই চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, যিশু সেনগুপ্ত ও ইধিকা পাল। ঈদের দিন থেকেই শাকিব খানের ভিন্ন ধরণের নতুন সিনেমা দেখতে সিনেমাহলে ভীড় করছেন তার ভক্তরা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More