মেহেরপুর অফিস: মেহেরপুর তসদর উপজেলা পরিষদের উদ্যোগে মেডিকেলে পড়ার সুযোগ পাওয়া শিক্ষার্থীদর সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের উদ্যোগে মেডিকেলে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ খাইরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মনিরুল ইসলাম, বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থী দেওয়ান সাইফ। সংবর্ধনা অনুষ্ঠানে কৃতি ছাত্র-ছাত্রীরা ক্রেস্ট ও রজনীগন্ধা ফুল উপহার গ্রহণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.