মাথাভাঙ্গা মনিটর: সাম্প্রতিক সময়ে বেশ দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনা। কাতার বিশ্বকাপ জেতার পর থেকে শুরু করে কয়েকবছর ধরেই ধারাবাহিকভাবে পারফর্ম করে যাচ্ছে আলবিসেলেস্তেরা। ২০২৬ বিশ্বকাপের টিকিটও অনেকটা নিশ্চিত। তাই বেশ ফুরফুরে মেজাজেই লিওনেল স্কালোনির শিষ্যরা। এছাড়া দীর্ঘদিন ধরেই ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষে অবস্থান করছে আর্জেন্টিনা। শীর্ষে থেকেই নতুন বছরে পা রাখে লিওনেল মেসিরা। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চলতি মাসে ব্রাজিল-উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। এই দুই ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ লিওনেল স্কালোনি। ম্যাচ দুটি জিতলে নিশ্চিত করবে ২০২৬ বিশ্বকাপে খেলার টিকিট। এমন ম্যাচকে সামনে রেখে নেই দেশটির ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। মেসি ছাড়াও প্রাথমিক দলে থাকা আরো ৬ ফুটবলার মূল স্কোয়াডে নেই। এই তালিকায় আছেন গঞ্জালো মন্তিয়েল, ফ্রান্সিসকো ওর্তেগা, জিওভানি লো সেলসো, আলেহান্দ্রো গারনাচো, ক্লদিও এচেভেরি এবং পাওলো দিবালা। আগামী ২২ মার্চ উরুগুয়ের বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে। পরের ম্যাচে ২৬ মার্চ তাদের প্রতিপক্ষ ব্রাজিল। বাংলাদেশ সময় ভোর ৬টায় শুরু হবে এই ম্যাচটি।
আর্জেন্টিনা স্কোয়াড: গোলরক্ষক: এমিলিয়ানো মার্টিনেজ, জেরোনিমো রুলি, ওয়াল্টার বেনিটেজ। ডিফেন্ডার: নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, জার্মান পেজেলা, লিওনর্দো বলের্দি, হুয়ান ফয়থ, নিকোলাস ওতামেন্ডি, ফ্যাকুন্ডো মদিনা, নিকোলাস ত্যাগলিয়াফিকো।
মিডফিল্ডার: লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, এক্সকুয়েল প্যালাসিওস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ম্যাক্সিমো পেরোন।
ফরোয়ার্ড: জুলিয়ানো সিমিওনে, বেঞ্জামিন ডোমিংগুয়েজ, দমিনগেজ, থিয়াগো আলমাদা, নিকোলাস গঞ্জালেজ, নিকো পাজ, হুলিয়ান আলভারেজ, লাউতারো মার্টিনেজ, সান্তিয়াগো কাস্ত্রো, অ্যাঞ্জেল কোরেয়া।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.