৮ দিনের মহাকাশ সফরে গিয়ে ৯ মাস আটকা : আজ ফিরছেন সুনিতা-উইলমোর

মাথাভাঙ্গা মনিটর: আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে আটকে পড়া দুই নভোচারী সুনিতা উইলিয়ামস ও বাচ উইলমোর দীর্ঘ ৯ মাস পর মহাকাশ থেকে পৃথিবীতে ফিরে আসছেন। গত বছর মাত্র ৮ দিনের জন্য তারা মহাকাশে গিয়েছিলেন। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে সেখানে আটকে যান। সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৯টা ০৫ মিনিটে স্পেসএক্সের মহাকাশযান ড্রাগনটি লক করা হয়। এরপর ক্রুরা ফ্লাইটের পোশাক পরেন এবং নিরাপত্তা পরীক্ষা সম্পন্ন করেন। সকল অপেক্ষার অবসান ঘটিয়ে সকাল ১১টা ০৫ মিনিটের দিকে মহাকাশযানটি আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে বিচ্ছিন্ন হয়। জানা গেছে, সবকিছু ঠিকঠাক থাকলে বুধবার বাংলাদেশ সময় রাত ৩টা ৫৭ মিনিটে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার উপকূলবর্তী সমুদ্রে এটি আছড়ে পড়বে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More