দামুড়হুদ অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চিকিৎসা নিতে আসা হতদরিদ্র মনোয়ারা খাতুন (৬৫) নামে এক রোগীর নিকট থেকে কৌশলে গহনা ছিনতায়ের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে তার গহনা (কানের দুল) কৌশলে ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটে। মনোয়ারা খাতুন উপজেলার গোবিন্দহুদা গ্রামের মৃত জিন্নাত আলীর স্ত্রী। মনোয়ারা খাতুন জানান, তিনি হাসপাতাল থেকে ওষুধ নেয়ার জন্য কাউন্টার থেকে টিকিট নেন। এ সময় একজন বোরখা পরিহিত নারী তার গায়ে হাত বোলায় ও বলে মা তুমি বয়স্ক ভাতা পাও কিনা জানতে চাই। তখন প্রতারক তাকে বয়স্ক ভাতা পাইয়ে দেয়ার কথা বলে, পরে তাকে একটু দূরে সরিয়ে নিয়ে বলে তোমার কানের ওটা কি সোনার। তখন ওই প্রতারক নারী বলে সোনার দুল দেখলে তোমার ভাতা দেবে না। তুমি ওটা খুলে রাখো। এক পর্যায়ে সে তার কানের দুল খুলে কৌশলে তার কাছে নিয়ে নেয়। পরে কৌশলে তাকে ভাতা কার্ড পাইয়ে দেয়ার কথা বলে স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উপজেলা গেটে নিয়ে এসে তার নিকট ইমিটেশনের এক জোঁড়া কানের দুল তার হাতে দিয়ে বলে তুমি এখানে থাকো আমি অফিস থেকে কথা বলে আসি বলে সটকে পড়ে। পরে প্রায় ঘণ্টা খানেক অপেক্ষার পরে প্রতারক না ফিরলে ভুক্তভুগী মনোয়ারা খাতুন কান্নাকাটি শুরু করে। বিষয়টি যানাযানি হলে পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য আবু তালহা প্রতারক মহিলাকে চিনতে পারে কিনা দেখার জন্য উপজেলা চত্বরে ঘুরে ও তাকে পাওয়া যায়নি। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সিসি ক্যামেরা ফুটেজ দেখতে গেলে ও সিসি ক্যামেরা নষ্ট পাওয়া যায়। এতবড় একটি প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা নষ্ট থাকায় সচেতন মহল ক্ষোভ প্রকাশ করেন।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.