টানা দুই জয়ে সিরিজ জয়ের কাছে নিউজিল্যান্ড

মাথাভাঙ্গা মনিটর: পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে ২-০ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। এর ফলে, টানা দুই জয়ে নিউজিল্যান্ড এগিয়ে গেল সিরিজ জয়ের কাছে। ডানেডিনে মঙ্গলবার বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচ নেমে আসে ১৫ ওভারে। আগের ম্যাচে দুর্দান্ত বোলিং করে ম্যাচ-সেরা হওয়া কাইল জেমিসনকে বিশ্রামে রাখে নিউজিল্যান্ড। কিউই বোলিং আক্রমণের ধার তাতে কমেনি খুব একটা। পাকিস্তানকে তারা আটকে রাখে ১৩৫ রানে। রান তাড়ায় দুই ওপেনারের বিস্ফোরক জুটিই ম্যাচের ভাগ্য নিশ্চিত করে দেয়। পরে পাঁচ উইকেট হারালেও আদতে লড়াই তেমন হয়নি। নিউজিল্যান্ডের জয় নিয়ে সংশয় কখনোই জাগেনি। ডানেডিনে টস জিতে সফরকারী পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় নিউজিল্যান্ড। শুরুতে ব্যাট করতে নেমে কিছুটা এলোমেলো ছিল ম্যান ইন গ্রিনদের ইনিংস। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন হাসান নওয়াজ। ইনিংস বড় করতে পারেননি আরেক ওপেনার মোহাম্মদ হারিসও। ১০ বলে ১১ রান করে ফিরেছেন। সতীর্থদের নিয়মিত বিরতিতে উইকেট বিলিয়ে আসার মিছিলে একপ্রান্তে আগলে রেখেছিলেন অধিনায়ক সালমান আঘা। ইনিংস এগিয়ে নিচ্ছিলেন পাকিস্তানের নতুন এই অধিনায়ক। ২৮ বলে ৪৬ রানের ঝলমলে ইনিংস খেলেন তিনি। চারটি চার ও তিন ছক্কা হাঁকানো সালমানকে আউট করেন বেন সিয়ার্স। শাদাব খান করেছেন ১৪ বলে ২৬ রান। শেষ দিকে শাহীন শাহ আফ্রিদির ১৪ বলে ২২ রানের ক্যামিওতে ৯ উইকেটে ১৩৫ রানের সংগ্রহ পায় পাকিস্তান। রান তাড়ায় শুরু থেকেই পাকিস্তানি বোলারদের ওপর তান্ডব চালান দুই কিউই ওপেনার টিম সেইফার্ট ও ফিন অ্যালেন। দুজনের ঝড়ো ব্যাটিংয়ে ১১ বল হাতে রেখেই ৫ উইকেটের জয় পেয়েছে নিউজিল্যান্ড। এ নিয়ে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিক কিউইরা।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More