ক্রিকেটার সেজে মালয়েশিয়ায় প্রবেশ চেষ্টা : আটক ১৫ বাংলাদেশি

মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টার সময় ১৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সোমবার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে তল্লাশির সময় তাদের আটক করা হয়। মালয়েশিয়ার বর্ডার কন্ট্রোল ও প্রটেকশন এজেন্সির (একেপিএস) বরাত দিয়ে মঙ্গলবার মালয়েশিয়ান নেশনাল নিউজ এজেন্সি-বেরনামা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ সদস্যের এ দলটি প্রতারণা করতে ক্রিকেটের জার্সি পরে বিমানবন্দরে উপস্থিত হয়। এছাড়া তারা টুর্নামেন্ট আয়োজকদের একটি কাগজও উপস্থাপন করে। যেটিতে বলা হয়েছে পেনাং ক্রিকেট অ্যাসোসিয়েশনের টুর্নামেন্টে অংশ নিতে বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় এসেছেন তারা। তবে বর্ডার কন্ট্রোলের কর্মকর্তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখতে পান এই কাগজটি আসলে ভুয়া। এতে বলা আছে ২১ থেকে ২৩ মার্চ পর্যন্ত এ টুর্নামেন্টটি হবে। তবে ওই সময় কোনো ম্যাচই নেই।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More