ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ১৫জন আহত হয়েছেন। গত পরশু রোববার রাতে শৈলকুপা উপজেলার হাকিমপুর ইউনিয়নের বড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য ও বিএনপি নেতা সিয়াম মোল্লার সঙ্গে একই গ্রামের বিএনপি নেতা সোহরাবের কর্মী-সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে রবিবার রাতে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় উভয় পক্ষের কমপক্ষে ১৫জন আহত হন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান জানান, আধিপত্য বিস্তারের জেরে উপজেলার বড়িয়া গ্রামে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পূর্ববর্তী পোস্ট
দামুড়হুদার কানাইডাঙ্গায় জোরপূর্বক ঘরবাড়ি ভাঙচুর ও লুটপাটের অভিযোগ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.