আন্দুলবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জীবননগর আদর্শ সাথী শাখার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আলোচনাসভা, দোয়া ও ইফতার মহাফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় স্থানীয় বহুমুখী মাধ্যমিক বালিকা বিদ্যালয় ক্যাম্পাসে সংগঠনটির সাংগাঠনিক উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবননগর থানা শাখার সভাপতি মো. রাসেল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি হাফেজ আমিরুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্টের পরে একটা সময় এসেছে, আপাতত স্বাধীনতা হলেও আমরা এখন পরাধীনতার মধ্যে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি নতুন করে আবার স্বৈরাশাসকের আর্বিভাব ঘটার জোরালো সুযোগ রয়েছে। তারা আবার একই ফ্যাসিস্টদের আচরণ করছে। এতো জীবনের বিনিময়ে আমরা একটি সোনালী সুন্দর সমাজ আমরা উপহার দিতে চলেছি। এটাও কিন্তু থাকবে না। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র ধর্মগ্রন্থ থেকে কোরআন তেলওয়াত করেন হাফেজ মো. ইব্রাহিম খলিল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালিমুল কোরআন চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি মাও. মহিউদ্দিন, জীবননগর উপজেলা জামায়াতে ইসলামী দলের সেক্রেটারি ও সাবেক আন্দুলবাড়িয়া ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, ইসলামী ছাত্র শিবির চুয়াডাঙ্গা জেলা শাখার অর্থ সম্পাদক বায়েজিত বস্তামী, আন্দুলবাড়িয়া ইউনিয়ন আমির অবসরপ্রাপ্ত শিক্ষক হাজি আব্দুর রহমান, সেক্রেটারি মাওলানা শরিফুল ইসলাম ও সাবেক ইউনিয়ন আমির হারন অর রশিদ প্রমুখ। উপস্থিত ছিলেন ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি আছাদুজ্জামান আড়িয়াল, সাধারণ সম্পাদক মোল্লা মোতাহারুল ইসলাম চঞ্চল, সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী বজলুর রহমান, ইউপি সদস্য শেখ মাফিজুর রহমান মাফি, আলহাজ সংগঠনের সাধারণ সম্পাদক হাজি মোল্লা শরিফুল ইসলামসহ বিভিন্ন পেশাজীবী, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনাসভা শেষে দোয়া পরিচালনা করেন মাও. মহি উদ্দিন। অনুষ্ঠানটি উপস্থপনা করেন উপজেলা শাখার সেক্রেটারি মো. আসিফ আহম্মেদ।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.