মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা থানা পুলিশের উদ্যোগে মুন্সিগঞ্জে ৫ ইউনিয়নের জনসাধারণকে নিয়ে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জ একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আলমডাঙ্গা অফিসার ইনচার্জ মাসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অফস্) কনক কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন জেহালা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া ব্যক্তিত্ব সাহীদুদ্দোজা মিল্টন, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, জেহালা ইউনিয়ন পরিষদের প্যানেল-১ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত চেয়ারম্যান) আহসান হাবিব বাবু, আলমডাঙ্গা থানা পুলিশের এসআই শামসুল আলম, মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের ইনচার্জ এসআই আলমগীর কবির, টুআইসি এএসআই আমিরুল ইসলাম, আইসি থ্রি এএসআই বিপুল কুমার। অনুষ্ঠানে জেহালা, বাড়াদী, খাদিমপুর, নাগদাহ ও বেলগাছি ইউনিয়নের সুধী সমাজের লোকজন উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি অনুষ্ঠানে উপস্থিত খোলামেলা আলোচনা শোনেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। মাদক সন্ত্রাস ধর্ষণ ইভটিজিং চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকা- বন্ধে সকলের সহযোগিতা কামনা করেন।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.