স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা নির্বাচন কমিশন (ইসি) থেকে সরিয়ে নেয়া সিদ্ধান্তের প্রতিবাদে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলা নির্বাচন অফিস চত্বরে এই কর্মসূচি পালিত হয়।
চুয়াডাঙ্গায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন নির্বাচন কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন অফিস চত্বরে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকালে জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী বক্তব্য রাখেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন এনআইডি তৈরি করেছে। তাই, এনআইডি নির্বাচন কমিশনের কাছেই থাকতে হবে। অন্য কেউ নিয়ন্ত্রণে রাখতে চাইলে তারা তা নিজেরাই তৈরি করুক। এ সময় চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা রাহুল রায়, দামুড়হুদা উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল্লাহ, সহকারী নির্বাচন কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জীবননগর ব্যুরো জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পরিষেবা নির্বাচন কমিশনের অধীন থেকে সংবিধিবদ্ধ নতুন কমিশনে সরিয়ে নেয়ার পরিকল্পনার প্রতিবাদে জীবননগর উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারীরা দুই ঘন্টার কর্মবিরতি পালন করেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বেলা ১টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচিতে উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সৈয়দ আব্দুল জব্বার, উপজেলা আনসার-ভিডিপি কর্মকর্তা মনির হোসেন ও উপজেলা সহকারী নির্বাচন অফিসার সাইফুল ইসলাম কর্মসূচিতে অংশগ্রহণ করেন। কর্মসূচি পালনকালে উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান সাংবাদিকদের বলেন, কোন প্রকার যৌতিক কারণ ছাড়া স্বাধীন একটি কমিশনকে ক্ষতিগ্রস্ত করার চক্রান্ত করা হচ্ছে। নির্বাচন কমিশন স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে আসছে। টিআইবির দুর্নীতির তালিকায় নির্বাচন কমিশনের নাম অদ্যবধি আসেনি। অথচ আজ এনআইডি পরিষেবা অন্যত্র সরিয়ে নেয়ার পরিকল্পনা করা হচ্ছে। তিনি বলেন, এ পরিকল্পনা বাস্তবায়ন করা হলে এনআইডি সেবা প্রত্যাশীরা মারাত্মক অসুবিধার সম্মুখীন হবেন। তিনি স্বাধীন নির্বাচন কমিশন রক্ষায় এ পরিকল্পনা বাতিলের দাবি করেন।
মেহেরপুর অফিস জানিয়েছে, জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মেহেরপুর নির্বাচন কমিশন অফিসের সামনে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির নাম ‘স্ট্যান্ড ফর এনআইডি’। এই কর্মসূচিতে কর্মকর্তা ও কর্মচারীরা দুই ঘণ্টার কর্মবিরতি করেন। সংবাদ সম্মেলনে কর্মকর্তারা বলেন, এনআইডি নিয়ে ব্যবসা করতে দেয়া হবে না। এনআইডি ধ্বংস হোক আমরা চাই না। সাংবিধানিক অধিকার যেন খর্ব না হয়। ইসিতে দক্ষ জনবল তৈরি হয়েছে। তারা আরও বলেন, নির্বাচন কমিশনে এনআইডি ডাটাবেইজ নামে কিছু নেই। আছে ভোটার ডাটাবেইজ। বাইপ্রোডাক্ট হিসেবে এনআইডি দেয়া হয়। ভোটার তালিকা থেকে এনআইডি ডাটাবেজ আলাদা করার কোনো সুযোগ নেই। এ সময় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার ওয়ালিউল্লাহ, নির্বাচন অফিসার সৈয়দ আল ইমরান, উচ্চমান সহকারী মাসুদ রানা, হিসাব সহকারী আল-আমিনসহ আরো অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.