আলমডাঙ্গার বৈদ্যনাথপুরে সড়কে বাঁশ বেঁধে গতিরোধ করে লুটপাটসহ পাখিভ্যান নিয়ে চম্পট

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হারদী ইউনিয়নের বৈদ্যনাথপুর সড়কের জলকামড়ী মাঠে লুটপাটের ঘঠনা ঘটেছে। সড়কে বাঁশ বেঁধে পাখিভ্যানের গতিরোধ করে মাংস ব্যবসায়ীর নিকট থেকে ৫ কেজি গরুর মাংস ও মাংস বিক্রির ৯ হাজার টাকা ও পাখিভ্যান নিয়ে চম্পট দিয়ে একদল দুর্বৃত্ত। গতকাল মঙ্গলবার ভোরে এ ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
জানা গেছে, মেহেরপুর জেলার গাংনী উপজেলার হেমায়েতপুর এলাকার ভ্যানচালক আশাদুল ও কসাই আনারুল ইসলাম কাতব দুজনে আলমডাঙ্গার হারদী বাজারে ৭ কেজি ছাগলের মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে আসছিলো। এসময় ৪ জন ছিনতাইকারী সড়কে বাঁশ বেঁধে তাদের গতিরোধ করে। তাদের দুজনের হাত-পা বেঁধে কাছে থাকা নগদ ৯ হাজার টাকা, ৫ কেজি ছাগলের মাংস ও ব্যবহৃত পাখিভ্যান কেড়ে নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী কাতব আলী জানান, মঙ্গলবার ভোরে হারদী বাজারে যাবার পথে তারা দুর্বৃত্তদের কবলে পড়েন। তাদের হাত পা বেঁধে মাংস, নগদ টাকা ও ব্যবহৃত পাখি ভ্যান কেড়ে নেয়। তবে এ ঘটনায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অনেকে এ ঘটনাকে মাংস ব্যবসায়ীদের অভ্যন্তরীণ অন্তর্দ্বন্দ্বের কারণে ঘটতে পারে বলেও মন্তব্য করেছেন। সঠিক তদন্ত হলে এ ঘটনার রহস্য উন্মোচন হতে পারে বলে উল্লেখ করেছেন। এ বিষয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান জানান, এ ধরণের ঘটনার কোন সংবাদ তিনি পাননি। ভুক্তভোগীরা থানায় কোন লিখিত অভিযোগও দেননি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More