কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুর ২টার দিকে কালীগঞ্জ শহরের আড়পাড়া এলাকার নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। মোস্তাফিজুর রহমান বিজু শহরের আড়পাড়া এলাকার মৃত মফিজ উদ্দিন বিশ্বাসের ছেলে। তার বিরুদ্ধে গত ৫ আগস্টে শহরে বিএনপির অফিস, দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ ও শিবিরকর্মী হত্যাসহ কালীগঞ্জ থানায় ৩টি মামলা রয়েছে। ৫ আগস্টের পর থেকে আওয়ামী লীগ নেতা বিজু পলাতক ছিলেন। সোমবার পারিবারিক এক অনুষ্ঠানে যোগ দিতে তিনি বাড়িতে এসেছিলেন বলে জানা গেছে। কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার জানান, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান বিজু আড়পাড়া এলাকার বাড়িতে অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝিনাইদহ শহরে জেলা বিএনপির কার্যালয় অগ্নিসংযোগ ও ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও শিবিরকর্মী হত্যাকা-সহ পৃথক তিন মামলার এজাহারভুক্ত আসামি। তাকে আদালতে সোপর্দ করা হবে।
পূর্ববর্তী পোস্ট
সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে মেহেরপুরে প্রশিক্ষণ কর্মসুচির উদ্বোধন
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.