গড়াইটুপি প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার দর্শনা থানার অন্তর্ভুক্ত তিতুদহের বিএনপির দুগ্রুপের সংঘর্ষে নিহত তিতুদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক নৃশংসভাবে হত্যা করে প্রতিপক্ষরা। ঘটনার পরে গতকাল সোমবার দুপুরের দিকে চুয়াডাঙ্গা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শোকাহত পরিবারের খোঁজখবর ও তাদের পাশে দাঁড়িয়ে ঘটনায় জড়িত আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক আসলাম অর্ক শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বলেন, দুষ্কৃতকারীরা কখনো কোন দলের হতে পারে না। তাদের একটিই পরিচয় তারা অপরাধী। আর অপরাধ করে বাংলার মাটিতে অপরাধীদের ঠাঁই হবে না। তাদের দৃষ্টান্তমূলক শাস্তি অনিবার্য। আসামিদের আইনের আওতায় নিয়ে এসে তাদের শাস্তি নিশ্চিত করার জন্য যতরকম সহযোগিতা প্রয়োজন তা করা হবে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আপনাদের পাশে সর্বদা ছিলাম এবং আছি। এ সময় আরো উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব সাফফাতুল ইসলাম, মুখ্য সংগঠক সজিবুল ইসলামসহ জেলা কমিটি, উপজেলা কমিটির সদস্যবৃন্দ এবং তিতুদহ ইউনিয়ন প্রতিনিধি প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.