বরুণের ঘূর্ণিতে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ভারত

মাথাভাঙ্গা মনিটর: বরুণ চক্রবর্ত্তীর স্পিন ঘূর্ণিতে নিউজিল্যান্ডকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত। ভারতের দেওয়া ২৫০ রানের লক্ষ্যে নেমে ২০৫ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। পাঁচ উইকেট নিয়ে জয়ের নায়ক বরুণ। রবিবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নিউজিল্যান্ডকে ৪৪ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ২৪৯ রান তুলে তারা। জবাবে ৪৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২০৫ রানের বেশি করতে পারেনি নিউজিল্যান্ড। ২৫০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৭ রানে ওপেনার রাচিন রবীন্দ্রের উইকেট হারায় নিউজিল্যান্ড। পাওয়ারপ্লেতে ১ উইকেট হারিয়ে ৪৪ করে কিউইরা। পাওয়ারপ্লের পরপরই কিউইদের ব্যাটিং লাইনে হানা দেন বরুণ চক্রবর্তী। ২২ রান করা উইল ইয়াংকে বোল্ড করে সাজঘরে ফেরান এই রহস্য স্পিনার। সময় যত গড়াতে থাকে উইকেটের প্রকৃতি তত বদলাতে থাকে। বল পুরোনো হওয়ার সঙ্গে সঙ্গে স্পিনারদের বিপক্ষে খেলা কঠিন হয়ে ওঠে। তবে কিউই ব্যাটাররা প্রতিরোধ দেখিয়েছেন। তৃতীয় উইকেটে ড্যারেল মিচেলকে নিয়ে ৪৪ রানের জুটি গড়েন উইলিয়ামসন। ব্যক্তিগত ১৭ রানে মিচেল আউট হওয়ার আগে স্কোরবোর্ডে ৯৩ রান তোলে নিউজিল্যান্ড। উইকেটে টিকে থাকা কঠিন হয়ে উঠলেও জুটি গড়ার কঠিন চেষ্টা করে যেতে থাকে নিউজিল্যান্ড। এক প্রান্তে উইকেট গেলেও অন্য প্রান্তে শক্ত প্রতিরোধ দেখাচ্ছিলেন উইলিয়ামসন। চতুর্থ উইকেটে টম লাথামকে নিয়ে ৪০ রানের জুটি গড়েন তিনি। দলীয় ১৩৩ রানে রবীন্দ্র জাদেজার বলে লাথাম আউট হওয়ার আগ পর্যন্ত খেলার নিয়ন্ত্রণ ছিল নিউজিল্যান্ডের হাতে। তবে এই উইকেট পতনের পর হুট করেই ভেঙে পড়ে কিউই ব্যাটিং লাইন। ৩৬ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় তারা। ১২০ বলে ৮১ রান করা উইলিয়ামসনও আর ধৈর্য রাখতে পারেননি। অক্ষর প্যাটেলকে স্টেপ আউট করে মারতে গিয়ে স্টাম্পিং আউট হন তিনি। ইনিংসের শেষদিকে ৩১ বলে ২৮ রানের ক্যামিও ইনিংস খেলে কিছুটা আশা দেখিয়েছিলেন স্যান্টনার। তবে সেটা জয়ের ব্যবধান কমানো ছাড়া কোনো কাজে আসেনি।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More