চুয়াডাঙ্গায় রয়েল এনফিল্ড বাইকের শোরুম উদ্বোধন : বাইকপ্রেমীদের উচ্ছ্বাস

স্টাফ রিপোর্টার: বিশ্ববিখ্যাত মোটরসাইকেল ব্র্যান্ড রয়েল এনফিল্ড-এর শো-রুম এবার চুয়াডাঙ্গায়! বুধবার বিকেল ৪টায় শহরের ভিজে স্কুল রোডে জমকালো আয়োজনের মাধ্যমে শো-রুমের উদ্বোধন করা হয়। দীর্ঘ প্রতীক্ষার পর রয়েল এনফিল্ডের মতো জনপ্রিয় একটি ব্র্যান্ড চুয়াডাঙ্গায় পা রাখায় বাইকপ্রেমীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে। অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলাওয়াত ও বিশেষ দোয়ার মাধ্যমে শুরু হয়, যা পরিচালনা করেন মুফতি আমানুল্লাহ। এরপর আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করা হয়। উপস্থিত অতিথিদের বক্তব্য প্রধান অতিথি ইফাদ মোটরস-এর হেড অফ সার্ভিস খন্দকার রাসেল বলেন, রয়েল এনফিল্ড শুধু একটি মোটরসাইকেল নয়, এটি একটি আবেগ ও ঐতিহ্যের প্রতীক। আমাদের লক্ষ্য গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও মানসম্পন্ন বাইক সরবরাহ করা। চুয়াডাঙ্গায় রয়েল এনফিল্ডের যাত্রা শুভ হোক। ইফাদ মোটরস-এর এরিয়া ম্যানেজার মো. শাহ আলম বলেন, এই ব্র্যান্ড বিশ্বব্যাপী পরিচিত এর স্থায়িত্ব ও ক্লাসিক ডিজাইনের জন্য। আমরা চাই চুয়াডাঙ্গার বাইকাররা আন্তর্জাতিক মানের এই অভিজ্ঞতা উপভোগ করুক।’ বিশেষ অতিথি ঢাকা ট্রিবিউনের সিনিয়র সাংবাদিক শরিফউদ্দিন আহাদ বলেন, বাংলাদেশে বাইকপ্রেমীদের সংখ্যা দিন দিন বাড়ছে। রয়েল এনফিল্ডের মতো ব্র্যান্ডের বিস্তৃতি আমাদের অটোমোবাইল খাতকে আরও সমৃদ্ধ করবে। শোরুমের চেয়ারম্যান ও আরবান রাইডার্স-এর প্রোপ্রাইটর আরিফ হোসেন মাহিন বলেন, আমরা জেলাবাসীর কাছে বিশ্বমানের বাইক পৌঁছে দিতে প্রতিশ্রুতিবদ্ধ। রয়েল এনফিল্ডের ডিলারশীপ পাওয়াটা আমাদের জন্য গর্বের বিষয়। সকলের সহযোগিতা পেলে আমরা আরও ভালো সেবা দিতে পারবো। আনোয়ার মোটরস-এর প্রোপ্রাইটর মো. আনোয়ার হোসেন বলেন, আমি দীর্ঘ ৪০ বছর ধরে অটোমোবাইল ব্যবসার সঙ্গে জড়িত। রয়েল এনফিল্ডের মতো ব্র্যান্ড চুয়াডাঙ্গায় এনে আমরা বাইকপ্রেমীদের স্বপ্ন পূরণ করেছি।
আশা করি, সবাই সেরা সার্ভিস পাবেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শোরুমের চেয়ারম্যান ও আরবান রাইডার্স-এর প্রোপ্রাইটর আরিফ হোসেন মাহিনের সহধর্মিণী মানসুরা রহমান, জাকির মোটরস-এর প্রোপ্রাইটর মো. জাকির হোসেন, চুয়াডাঙ্গা চেম্বার অব কমার্স-এর পরিচালক মনজুরুল আলম লার্জ, আব্দুর রহমান বিশ্বাস, কুদ্দুস মহলদার, সাইফুজ্জামান, কামাল হোসেন সাউথইস্ট ব্যাংক চুয়াডাঙ্গা শাখার ম্যানেজার জহির হাসান প্রমুখ। সিডি রাইডার্স-এর এডমিন ইকবাল হোসেন বাইকের সঠিক ব্যবহার ও নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন। তিনি বলেন, নিরাপদ বাইকিং নিশ্চিত করতে হেলমেট পরিধান ও ট্রাফিক নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। বাইকের দীর্ঘস্থায়িত্ব নিশ্চিত করতে নিয়মিত সার্ভিসিং করাও গুরুত্বপূর্ণ। উৎসবমুখর পরিবেশ ও বাইকপ্রেমীদের উচ্ছ্বাস শো-রুম উদ্বোধনের খবর ছড়িয়ে পড়ার পর চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুরসহ আশপাশের জেলা থেকে শতশত দর্শনার্থী ও বাইকপ্রেমীরা ছুটে আসেন। ক্রেতা মো. ইমরান হোসেন বলেন, রয়েল এনফিল্ডের মতো ব্র্যান্ড চুয়াডাঙ্গায় আসবে, এটা কল্পনাও করিনি! এখন আমাদের হাতের নাগালেই পছন্দের বাইক পাবো, যা দারুণ আনন্দের বিষয়।’ অন্যান্য বক্তারা আরো বলেন বাইকপ্রেমীদের জন্য রয়েল এনফিল্ড শুধু একটি বাহন নয়, বরং এটি একটি স্টাইল, একটি আবেগ। চুয়াডাঙ্গায় এই ব্র্যান্ডের শোরুম চালুর মাধ্যমে বাইকপ্রেমীরা আরও সহজেই এই লিজেন্ডারি বাইকের স্বাদ নিতে পারবেন। উদ্বোধনী অনুষ্ঠানে বিপুল সংখ্যক মানুষ উপস্থিত হয়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেন, যা চুয়াডাঙ্গায় মোটরসাইকেল সংস্কৃতির নতুন দিগন্ত উন্মোচন করলো।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More