স্টাফ রিপোর্টার: দামুড়হুদায় অপারেশন ডেভিল হান্টে বহু আলোচিত আওয়ামী লীগ নেতা মোমিনুল হককে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোমিনুল হক দামুড়হুদা উপজেলার নতিপোতা গ্রামের মৃত মজদিল হোসেনের ছেলে। বর্তমানে তিনি দামুড়হুদার গুলশানপাড়ায় পরিবার নিয়ে বসবাস করেন। তিনি নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
অভিযান সূত্রে জানা গেছে, সারাদেশে চলছে অপারেশন ডেভিল হান্ট। এরমধ্যেই নেতাকর্মীদের সাথে নিয়মিত গোপন বৈঠক ও দলীয় কার্যক্রম চালিয়ে আসছিলেন নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোমিনুল হক। দামুড়হুদা বাসস্ট্যান্ড, নতিপোতা মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন এলাকায় নিয়মিত গোপন বৈঠক করে আসছিলেন তিনি। গতকাল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ। পরে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবীর বলেন, আমরা নিয়মিত অভিযান চালাচ্ছি। অনেক অপরাধী গ্রেফতারও হচ্ছে। এই অভিযান অব্যাহত থাকবে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.