ভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার গোকুলখালী বাজারে আশরাফুল উলুম বালক বালিকা কওমি মাদরাসা হেফজ সমাপনি ছাত্রদের ১০তম পাগড়ি প্রদান ও অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে গোকুলখালী বাজারে আশরাফুল উলুম বালক বালিকা কওমি মাদরাসা প্রাঙ্গনে অভিভাবক সম্মেলন উপলক্ষ্যে মতবিনিময়সভায় মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও চিৎলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজি শরিফুল ইসলাম টোকন মিয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন চিৎলা ইউনিয়ন বিএনপির সভাপতি রাজীব ফেরদৌস পাপেন, বড় বাজার নিউমার্কেট মসজিদের ইমাম ও খতিব মুফতি জুনায়েদ আল হাবিবি, পাঁচ কমলাপুর মাদরাসার মহাতামিম মুফতি আব্দুর রাজ্জাক, কালিয়াবকরি মাদরাসার মহাতামিম মুফতি আলী আগবর, আশরাফুল উলুম বালক বালিকা কওমি মাদরাসা মহাতামিম মাওলানা ইনামুল হক, মাদরাসার দাতা সদস্য তুগরিল খান বাবু, তমিজ উদ্দিন, রফিউল ইসলাম, মজিবর রহমান, আইনাল হক, হাসান আলী, শফিকুল ইসলাম, জুয়েল রানা, আবু হানিফ, মুক্তার হোসেন, জামিরুল ইসলাম, মাওলানা হারুন অর রশীদ, মুফতি ইমরান হোসেন, হাফেজ হুসাইন, মাওলানা সামসুদ্দিন, আব্দুর শুকুর, আলীহিম মোল্লা, হাফেজ ইয়াছিন, সজিবুর রহমান, তামিম হোসেন, তাজিম হোসেন, তানভীর রহমান, সফিউল ইসলাম সিয়াম, মাহফুজ, ফাইম হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মুফতি নুর ইসলাম, মুফতি রেদয়ানুল করীম। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি ও চিৎলা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজি শরিফুল ইসলাম টোকন মিয়া বলেন, এটি শুধু একটি প্রতিষ্ঠান নয় বরং এই অঞ্চলের মানুষের জন্য ইসলামী শিক্ষার আলো ছড়ানোর একটি কেন্দ্র। আমি এই মাদরাসার বর্তমান পরিচালনা পরিষদ, শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকাবাসীকে ধন্যবাদ জানাই, যারা অক্লান্ত পরিশ্রম ও আন্তরিকতার মাধ্যমে মাদরাসার উন্নয়নে কাজ করছেন।’ তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, আপনারা কেবল একজন আলেম নন, বরং ইসলাম ও মানবতার প্রতিনিধি। আপনাদের প্রতিটি কাজ ইসলামের প্রকৃত সৌন্দয্য তুলে ধরবে। তাই জ্ঞান অর্জনের পাশাপাশি সৎ, আদর্শবান এবং মানবিক হওয়ার চেষ্টা করতে হবে। এই মাদরাসা আজ প্রমাণ করেছে যে, সঠিক পরিকল্পনা, কঠোর পরিশ্রম এবং আল্লাহর রহমতে বড় বড় চ্যালেঞ্জ অতিক্রম করা সম্ভব। আলোচনা শেষে আশরাফুল উলুম বালিকা কওমি মাদরাসা নতুন ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.