মাথাভাঙ্গা মনিটর: ৯০ বছরের রীতির অবসান। আসাম বিধানসভা অধিবেশনে জুমার নামাজের সময়ে প্রচলিত দুই ঘণ্টার বিরতি তুলে দেয়া হলা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেয়া বিতর্কিত সিদ্ধান্ত কার্যকর হয়ে গেল আসাম বিধানসভায়। শুক্রবার আসামের মুসলিম বিধায়করা জুমার নামাজের জন্য দু’ঘণ্টার বিরতি পেলেন না। বিধানসভায় গত আগস্টে পাশ হওয়া একটি প্রস্তাবের ভিত্তিতেই এ পদক্ষেপ। আসামের মুখ্যমন্ত্রী সামাজিক মাধ্যমে এ বিষয় নিয়ে আগেই একটি পোস্ট করেছিলেন। তাতে লিখছিলেন, আমরা কাজকে অগ্রাধিকার দিতে চাই। তাই আসাম বিধানসভায় জুমার নামাজের দু’ঘণ্টার বিরতির প্রথা তুলে দেয়া হচ্ছে। মুছে ফেলা হচ্ছে ঔপনিবেশিকতার আরও একটি চিহ্ন। ১৯৩৭ সালে মুসলিম লীগের সৈয়দ সাদউল্লা এ প্রথা চালু করেছিলেন। হিমন্তর ইচ্ছামতোই ৭ সদস্যের কমিটি গড়া হয়, এ নিয়মের কোনও প্রয়োজন রয়েছে কিনা খতিয়ে দেখার জন্য।
পূর্ববর্তী পোস্ট
পাকিস্তানে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া ম্যাচে বাজলো ভারতের জাতীয় সংগীত
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.