কুয়েটে অস্থিরতা শিক্ষার্থীদের ঐক্য ধরে রাখা জরুরি

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মঙ্গলবারের সহিংস ঘটনার পর সিন্ডিকেটের সভায় কয়েকটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। যেমন, একাডেমিক কার্যক্রম ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনা তদন্তে গঠন করা হয়েছে চার সদস্যের কমিটি। ছাত্র রাজনীতিসহ সব ধরনের রাজনৈতিক কর্মকা- বন্ধ করা হয়েছে। শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও কোনো ধরনের রাজনৈতিক সংগঠনের কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। এসব সিদ্ধান্তের পরও আন্দোলনরত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য ও ছাত্রকল্যাণ পরিচালকের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন বলে জানা যায়। সব মিলিয়ে ক্যাম্পাসে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। কুয়েটে শিক্ষার স্বাভাবিক পরিবেশ কবে ফিরে আসবে, তা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ পরিস্থিতি হতাশাজনক। গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আশা করা হয়েছিল, ছাত্রসমাজ পরবর্তী ঘটনাপ্রবাহে ইতিবাচক ভূমিকা অব্যাহত রাখবে। স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে বেশকিছু ছাত্র সংগঠন ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিল। এখন সেই ঐক্যে যে ফাটল ধরেছে, আমরা এর বহিঃপ্রকাশ দেখতে পেলাম কুয়েটে। এটি কাম্য নয়। শিক্ষার্থীদের মধ্যে অনৈক্য দেখা দিলে এর সুযোগ নিয়ে অপশক্তি আবার মাথাচাড়া দিয়ে উঠতে পারে।
আমরা দেখেছি, গত সরকারের আমলে শিক্ষাঙ্গনে ছাত্র রাজনীতির নামে পেশিশক্তি ও একচেটিয়া আধিপত্য বিস্তারের মহড়া চলেছে। দেশে এখন আর সেই পরিস্থিতি নেই। কাজেই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুস্থ পরিবেশ ফিরিয়ে আনার বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে মনোনিবেশ করতে হবে। ক্যাম্পাসে সবসময় শান্তি বজায় রাখতে হবে। বহিরাগতদের তৎপরতা বন্ধ করতে হবে। বস্তুত শিক্ষার পরিবেশ বিঘিœত হয়, এমন যে কোনো কিছু করা থেকে সবাইকে বিরত থাকতে হবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের যেমন দায়িত্ব রয়েছে, তেমন দায়িত্ব রয়েছে সব ছাত্র সংগঠন ও সাধারণ শিক্ষার্থীদেরও। আমরা আশা করব, কুয়েটে যে অস্থির পরিস্থিতি বিরাজ করছে, শিগগিরই তার অবসান হবে এবং শুরু হবে একাডেমিক কার্যক্রম। দেশের সব উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্যাম্পাসে শান্তি ও শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখার বিষয়ে ঐক্য প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। এ ব্যাপারে সবাই শুভবুদ্ধির পরিচয় দেবেন, এটাই কাম্য।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More