স্টাফ রিপোর্টার: ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ সেøাগানকে সামনে রেখে চুয়াডাঙ্গায় অনূর্ধ্ব-১৬ ইয়াং টাইগার্স বিভাগীয় ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ৯টায় চুয়াডাঙ্গা জাফরপুর নতুন স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন চুয়াডাঙ্গার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মাহমুদুল হক লিটন, মেহেরাব্বিন সানভী, কামরুল হাসান কাজল ও জেলা ক্রীড়া অফিসার তানভীর হোসেন। এ সময় আরওও উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটার ওমর ফরহাদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চুয়াডাঙ্গা সদর উপজেলা কমিটির সদস্য সচিব ফাহিম উদ্দিন মুভিন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য ও জেলা টিমের ম্যানেজার রিমন ম-ল, ঝিনাইদহ জেলা দলের কোচ ফরহাদুর রেজা মুন্না, চুয়াডাঙ্গা জেলা ক্রিকেট টিমের কোচ আশিকুল হক শিপুল, নড়াইল জেলা টিমের কোচ হাসান রুবেল, পৌর বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক রাইহান মোল্লা, পৌর যুব দলের আহ্বায়ক সাবেক ফুটবলার বিপুল হাসান হ্যাজি, চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মতিউর রহমান মিশর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বপ্রাপ্ত চুয়াডাঙ্গা ভেন্যুর সিলেক্টর খন্দকার জিহাদি জুলফিকার টুটুল, ক্রিকেট কোচ নুরুজ্জামান প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক জুয়েল মাহমুদ। উদ্বোধনী ম্যাচে টস জিতে ঝিনাইদহ জেলা দলের অধিনায়ক নূর আল সাবরিয়া প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন। টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নড়াইল জেলা দল ১৩৪ রানে অলআউট হয়। জবাবে ঝিনাইদহ জেলা দল ১৩৫ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে জয় নিশ্চিত করে। ফলে উদ্বোধনী ম্যাচে ঝিনাইদহ জেলা দল ৭ উইকেটে জয়লাভ করে শুভসূচনা করে। আজ একই মাঠে নড়াইল জেলা দল মুখোমুখি হবে খুলনা জেলা দলের বিপক্ষে। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ, ক্রিকেটপ্রেমী দর্শক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনা পরিচালিত হচ্ছে। গতকালের উদ্বোধনী ম্যাচটি পরিচালনা করেন আম্পায়ার শফিকুল ইসলাম মালেক, টুটুল মোল্লা ও ইমরান হোসেন।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.