দামুড়হুদার গোবিন্দহুদায় নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় মনিরুজ্জামান
শহীদ জিয়ার আদর্শের দল বিএনপি ফ্যাসিবাদী চক্রান্তকে নস্যাৎ করে দেবে
স্টাফ রিপোর্টার: আগামী ২০ ফেব্রুয়ারি জেলা বিএনপির জনসভা সফল করতে দামুড়হুদার গোবিন্দহুদায় মতবিনিময় সভা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় গোবিন্দহুদা মাধ্যমিক বিদ্যালয়ে ওই সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন দামুড়হুদা ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল খালেক। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন, জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুজ্জামান বিশ্বাস, দামুড়হুদা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা আব্দুর রব, ৫নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক কাউসার আলী, চিৎলা বিএনপি নেতা বিল্লাল মালিতা, সাবেক মেম্বার আমিনুল ইসলাম, উপজেলা যুবদল নেতা জহিরুল ইসলাম রিপন, বাপ্পি, হাসান, আতিকুর, লিখন, সাইদ, দামুড়হুদা উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মখলেছুর রহমান মুকুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সভায় প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির বলেন, ফ্যাসিবাদের দোসররা এখনও নানা ষড়যন্ত্র করছে। তাদের সব চক্রান্তের মোকাবেলা করতে হবে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে গড়া দল বিএনপির ফ্যাসিবাদী সব চক্রান্তকে নস্যাৎ করে দেবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রতিটি শ্রেণি পেশার মানুষের কাছে পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.