সংস্কারের সব ইতিবাচক সিদ্ধান্তে সমর্থন জানাবে জামায়াত

স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সব পজেটিভ (ইতিবাচক) সিদ্ধান্তে জামায়াতে ইসলামী সমর্থন জানাবে। গতকাল শনিবার রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে দলের এমন মনোভাব জানিয়েছেন নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান জামায়াতের নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। বৈঠক প্রসঙ্গে তিনি বলেন, আমরা বলেছি-এই সংস্কার কমিশন তাদের চূড়ান্ত সিদ্ধান্তের পরে যত দ্রুত সম্ভব যাতে দেশে নির্বাচন হয়। জামায়াতের এই নেতা আরও বলেন, আজকে প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সাথে বৈঠক হয়েছে। তারা বিভিন্ন দলের সাথে আলাদাভাবে আলোচনা করবেন, সে বিষয়ে কথা হয়েছে। আমরা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছি। ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, আজকে বিস্তারিত কোনো আলোচনা হয়নি। তারা আমাদেরকে বই দিবেন, সেই বই পর্যালোচনা করে জামায়াতে ইসলামী এবং সরকারের যে টিম রয়েছে-তাদের সঙ্গে আলাদা বৈঠক হবে। সেখানে আমাদের মূল সিদ্ধান্ত এবং আলোচনা জানাব। তিনি বলেন, আমরা বলেছি- যে সংস্কারটা প্রয়োজন তাতে আমরা ঐকমত্য এবং যথাসময়ে নির্বাচন দিতে হবে। বৈঠকে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করে। অন্যরা হলেন- দলের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন ও কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মশিউল আলম।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More