কুড়ুলগাছি প্রতিনিধি: দামুড়হুদার কুড়ুলগাছি দর্শনা-মুজিবনগর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত কুড়–লগাছি ইউনিয়ন যুবদল নেতা রাশেদুজ্জামান হিরো (৩৫) মারা গেছে। গতকাল বুধবার সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত সোমবার দর্শনা হতে রাত ৯টার দিকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে চন্ডিপুর গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। রাশেদুজ্জামান হিরো কুড়–লগাছি ইউনিয়নের কুড়–লগাছি আনন্দ বাজারপাড়ার আসাদুল হকের একমাত্র সন্তান।
পরিবারসূত্রে ও গ্রামবাসী জানায়, গত সোমবার দর্শনা হতে রাত ৯টার দিকে নিজ গ্রাম কুড়–লগাছিতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় চন্ডিপুর গ্রামের স্কুলের নিকট মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার (পুলের) কালভার্টের সাথে ধাক্কা মারে। এসময় সে পিচ রাস্তার ওপর ছিটকে পড়ে যায় এবং মাথায় প্রচ- আঘাত পায়। এ সময় স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে গ্রামের ডাক্তারের নিকট প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি পাঠায়। পরের দিন গত মঙ্গলবার সকালে শরীরের অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। দিনই চুয়াডাঙ্গা সদর হাসাপাতালে চিকিৎসা দেয়ার পর ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রাজশাহীতে একদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জালড়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। যুবদল নেতার মৃত্যুর সংবাদ শুনে সঙ্গে সঙ্গে বাড়িতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরাসহ এলাকার মানুষ একনজর দেখতে বাড়িতে ভিড় জমায়।
গতকাল বুধবার সন্ধ্যায় কুড়–লগাছি গ্রামের বাড়িতে হিরোর লাশ এসে পৌঁছুলে দেখা যায় হৃদয়বিদারক দৃশ্য। শোকাহত পরিবারের আহাজারিতে ভারি হয়ে উঠে সেখানকার পরিবেশ। হিরোর মৃত্যুর সংবাদে গ্রামজুড়ে চলছে শোকের মাতম। তার এ অকাল মৃত্যুতে তার পরিবার ও গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মৃত্যু সংবাদ শুনে বাবা-মা ও স্ত্রী বাকরুদ্ধ হয়ে পড়েছেন।
গতকালই রাত সাড়ে ৮ টার সময় কুড়–লগাছি ঈদগা মাঠে নামাজে জানাজা শেষে বেদনাবিধূর পরিবেশে কুড়–লগাছি কবরস্থানে দাফন করা হয়েছে। যুবদল নেতার মৃত্যুতে বিভিন্ন ব্যক্তি ও মহল গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছে। দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নাহারুল ইসলাম মাস্টার, কুড়–লগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, বিএনপি নেতা জাহান আলী, দর্শনা থানা যুবদলের আহবায়ক জালাল উদ্দীন লিটন, থানা যুবদলের সদস্য সচিব মোকলেছুর রহমান মিলন, থানা যুবদলের যুগ্মআহবায়ক সরোয়ার হোসেন, দর্শনা পৌর যুবদলের আহবায়ক জালাল উদ্দীন, থানা যুবদলের যুগ্মআহবায়ক মোহন, যুগ্ম আহবায়ক লিংকন, যুবদল নেতা আব্দুল হাকিম, হোসেন, জান, আব্দুর রফিক, আলামিন, শামিম, কুদ্দুস। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ তিতুমীর ঘটনা সম্পর্কে বলেন, রাজশাহী থানা আমার কাছে জানতে চেয়েছিল সে সড়ক দুর্ঘনায় আহত হয়েছিলো কিনা। আমি জানিয়ে দিয়েছি সে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিল।
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.