স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নজরুল ইসলাম নজুকে স্বপদে পুর্নবহাল করা হয়েছে। গত বছর ৯ আগস্ট দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে দল থেকে অব্যাহতি প্রদান করা হয়। গতকাল বুধবার চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাধারণ সম্পাদক মো. শরীফুজ্জামান শরীফ স্বাক্ষরিত পত্রে বলা হয়েছে; বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চুয়াডাঙ্গা সদর উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলামকে গত বছর ৯ আগস্ট দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে দলের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছিলো। সার্বিক বিষয়ে বিবেচনা করে চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির সভাপতি পদে মো. নজরুল ইসলামকে দলীয় পদে পুর্নবহাল করা হলো এবং ভারপ্রাপ্ত সভাপতি এম এর মুকুলকে সিনিয়র সহসভাপতির দায়িত্ব প্রদান করা হলো।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.