আলমডাঙ্গার পারকৃষ্ণপুরে তাফসিরুল মাহফিলে শরীফুজ্জামান

ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সকল সংগ্রামে জয়ী হবো

স্টাফ রিপোর্টার: আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পারকৃষ্ণপুরে যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এশার নামাজের পর পারকৃষ্ণপুর ঈদগাহ ময়দানে এ মাহফিলের আয়োজন করা হয়। পারকৃষ্ণপুর জামে মসজিদের খতিব মাওলানা মো. আল-আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ইসলাম আমাদের জীবনের মূলনীতি, যা মানুষের আধ্যাত্মিক উন্নতি ও সামাজিক সুশাসন নিশ্চিত করে। আমরা যদি ইসলামের সত্য শিক্ষা অনুসরণ করি, যুব সমাজ যেমন আলোকিত হবে, তেমনি দেশও উন্নতির পথে এগিয়ে যাবে। আমাদের যুবকরা সমাজের চালিকা শক্তি, যারা সঠিক পথে পরিচালিত হলে বিশাল পরিবর্তন আনা সম্ভব।’
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গ টেনে শরীফুজ্জামান বলেন, ‘বিগত ১৬ বছরে স্বৈরাতন্ত্র কায়েম করা হয়েছে। আমাদের ভোটাধিকারও কেড়ে নেয়া হয়েছিল। আমরা স্বাধীনভাবে কথা বলার অধিকার থেকেও বঞ্চিত ছিলাম। কিন্তু এখন সময় বদলেছে। আমরা অন্যায়ের বিরুদ্ধে সবসময় রুখে দাঁড়িয়েছি। আসন্ন জাতীয় নির্বাচনে আমি আপনাদের সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আস্থা রেখে কাজ করার আহ্বান জানাচ্ছি। তার নেতৃত্বে, আমরা জনগণের সেবায় ন্যায়বিচার প্রতিষ্ঠা করব এবং দেশের উন্নতি সাধনে নিবেদিত থাকব।’
তিনি বলেন, ‘আমরা সকলেই জানি, বর্তমান পরিস্থিতিতে বিএনপির সংগ্রাম দেশের গণতন্ত্র ও মানুষের অধিকারের জন্য। যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা সকল সংগ্রামে জয়ী হবো। তাই, আসুন আমরা একযোগে কাজ করি এবং তারেক রহমানের নেতৃত্বে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দিই।’
বক্তব্যের শুরুতে শরীফুজ্জামান শরীফ বলেন, ‘জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিস্ট সরকারের কবল থেকে মুক্তি পেয়েছি। এই স্বাধীনতা আর কখনো হারাতে দেব না। শিক্ষার্থীসহ শহিদদের তাজা রক্তের মূল্য আমরা ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়ে পরিশোধ করব।’
মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন হাফেজ ক্বারী মাওলানা মুসতামিম বিল্লাহ এবং দ্বিতীয় বক্তা ছিলেন মাওলানা জান মোহাম্মদ। মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম পিটু, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, খাদিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেরেগুল ইসলাম বিশ্বাস, চুয়াডাঙ্গা সদর উপজেলা বিএনপির নেতা একরামুল হক ইকরা, খাদিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহীন আলী, চুয়াডাঙ্গা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুবেল হাসান, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, খাদিমপুর ইউনিয়ন বিএনপির নেতা মহাসিন আলী ও ইউনিয়ন কৃষক দলের সভাপতি সোহরাব উদ্দিন প্রমুখ। মাহফিলে বিভিন্ন এলাকার শত শত মুসল্লি অংশ নেন এবং বক্তাদের তাফসির শোনেন।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More