আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গার হাটবোয়ালিয়ায় গতকাল মঙ্গলবার সন্ধ্যায় স্বৈরাচার খুনি শেখ হাসিনার দুঃশাসনকালে সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক বীর মুক্তিযোদ্ধা, জাতীয় বীর আগস্ট বিপ্লবের মহান নায়ক, বিপ্লবী জননেতা শহীদ মেজর বজলুল হুদার কবর ভাঙার প্রতিবাদে ও পলাতক সন্ত্রাসী আওয়ামী লীগ কর্তৃক ফেসবুক এবং সোশ্যাল মিডিয়াতে শহীদ মেজর বজলুল হুদাকে খুনি সম্বোধন করে পোস্ট দেয়ার প্রতিবাদে হাটবোয়ালিয়া এলাকার সর্বস্তরের দেশপ্রেমিক বিপ্লবী জনগণের উদ্যোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
ভাংবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউল হুদার সভাপতিত্বে ও মুর্শিদ কলিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম মাস্টার, ইউনিয়ন বিএনপির সভাপতি টিপু সুলতান, সাবেক সাধারণ সম্পাদক সোহেল হুদা, সহ-সভাপতি মজিরুল ইসলাম বিজু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জান মহাম্মদ, উপজেলা যুবদলের সদস্য সেলিম রেজা, বিএনপি নেতা নাসির উদ্দিন, মহাবুল ইসলাম মহাব, রমজান আলী, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাজিবুল হক রাজন। প্রতিবাদ সভায় বক্তারা অবিলম্বে বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর শহীদ মেজর বজলুল হুদাকে খুনি সম্বোধনকারী ও তার কবর ভাঙার সাথে জড়িত দুষ্কৃতিকারী আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারে সোপর্দ করে সর্বোচ্চ শাস্তি দানের আহ্বান জানান এবং মেজর বজলুল হুদাসহ আগস্ট বিপ্লবের নায়কদের জাতীয় বীর ঘোষণার ও বিদেশে অবস্থানরত আগস্ট বিপ্লবের নায়কদের রাষ্ট্রীয় মর্যাদায় দেশে ফিরিয়ে আনার এবং খুনি শেখ হাসিনা ও তার দোসরদের কর্তৃক শহীদ মেজর বজলুল হুদাসহ আগস্ট বিপ্লবের নায়কদের নৃশংসভাবে হত্যার বিচারের লক্ষ্যে অবিলম্বে খুনি শেখ হাসিনা ও তার দোসরদের গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দানের দাবি জানান। বক্তারা আরো বলেন, যারা আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাড়ী ভেঙে গুড়িয়ে দিয়েছে, যারা স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর ভাঙ্গার ও স্থানান্তর করার নীল নকশা করেছে, ষড়যন্ত্র করেছে, যারা কথায় কথায় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে খুনি সম্বোধন করে, যারা বীর মুক্তিযোদ্ধা জাতীয় বীর ১৫ আগস্ট বিপ্লবের মহান নায়ক শহীদ মেজর বজলুল হুদার কবর ভেঙেছে, যারা কথায় কথায় শহীদ মেজর বজলুল হুদাকে খুনি সম্বোধন করে তাদের অবিলম্বে গ্রেফতার করে বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
আরো উপস্থিত ছিলেন ভাংবাড়িয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তুহিবুল হুদা তুহিন, বাজার কমিটির সভাপতি এনামুল হক শিলু, আহাদ আলী, জাকির হোসেন, ইসমাইল হুদা, আসিফ হুদা, উসমান গনি, আমান উল্লাহ আমান, ইকরাম আলি প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.