চুয়াডাঙ্গার পাঁচমাইলে গরু বোঝাই আলমসাধু উল্টে আহত ১১

পাঁচমাইল প্রতিনিধি: চুয়াডাঙ্গার পাঁচমাইল বাজারে গরু বোঝাই আলমসাধু উল্টে ১১ জন আহত হয়েছেন। গতকাল শনিবার দুপুরে পাঁচমাইল নামক বাজারে পৌঁছুলে গরু বোঝাই আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে। এতে গাড়িতে থাকা ১১ জন গরু ব্যবসায়ী আহত হন। তাদের স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস ও পুলিশ চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। আহতরা মেহেরপুরে থেকে চুয়াডাঙ্গার বদরগঞ্জে পশুহাটে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মেহেরপুর থেকে আলমসাধুযোগে গরু বিক্রি করার উদ্দেশ্যে নয়মাইল গরুর হাটে রওনা দেয়, পথিমধ্যে গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে পাঁচমাইল নামক বাজারে পৌঁছুলে গরু বোঝাই আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে। এতে গরু সহ আহত হয় ১১ জন, আহতরা হলেন মেহেরপুরের মোজাম আলীর ছেলে জিয়াউর রহমান (৫০), মৃত আকবর আলীর ছেলে সাকের আলী (৩৫), মৃত আকবার আলীর ছেলে সুমন (৩০), মৃত সালামের ছেলে আফতাব আলী (৬৩), হারান আলীর ছেলে আরমান আলী (৫৩), রেজাউলের ছেলে আজিজুল হক (৫৫), বিশারতের ছেলে হিরন (৩৫), ফজলুর রহমানের ছেলে উজির (৪০), সদু মন্ডলের ছেলে আসলাম (৪২), মৃত আরজানের ছেলে আলী হেসেন (৬০) ও রিয়াজ। আহতদেরকে চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিসের লোকজন ও সরোজগঞ্জ পুলিশ ক্যাম্পের সাহায্যে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More