স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর উপজেলা স্বর্ণশিল্প শ্রমিক ইউনিয়নের (এসপিএল) ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবা বিকেলে চুয়াডাঙ্গা চাঁদমারি মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলায় অংশ নেন পদ্মা জুয়েলার্স একাদশ ও সারফাত জুয়েলার্স একাদশ। পদ্মা জুয়েলার্স একাদশ প্রথমে ব্যাট করে ১৩৫ রান করে পরে সারাফাত জুয়েলার্স একাদশ ১৩৬ টার্গেটে ১০ উইকেট হারিয়ে ১০৪ রান করে। ফাইনাল খেলায় পদ্মা জুয়েলার্স একাদশ ৩১ রানে জয়লাভ করে চাম্পিয়ান হয়। পুরস্কার হিসাবে একটি বড় কালো ছাগল ও টফি লাভ করে। খেলা শেষে পুরস্কার বিরতণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বর্ণশিল্পি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নিজাম উদ্দিন খান। অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম মনি, বাজুস’র চুয়াডাঙ্গা জেলা শাখার আহবায়ক লতিফুল ইসলাম, যুগ্মআহবায়ক শেখ সাদী, সদস্য আশাবুল হক মুকুল, জিয়াউদ্দিন জিয়া, জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, জেলা যুবদলের সহ-সাধারন সম্পাদক ও স্বর্ণশিল্পি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ আমির, জেলা যুবদলের সহ-সম্পাদক সুমন আহমেদ, সদর সদস্য সচিব মহলদার ইমরান রিন্টু, যুগ্মআহবায়ক হাফিজুর ইসলাম হ্যাপি, পৌর যুবদলের সদস্য সচিব আজিজুর রহমান আজিজুল, ৩নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সদর উপজেলা স্বর্ণশিল্পি শ্রমিক ইউনিয়নের সহ- সভাপতি শহিদ আলী, সহসম্পাদক মনিরুজ্জামান খুরু, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, কোষাধ্যক্ষ আসাবুল শেখ সুজন, প্রচার সম্পাদক সাগর সেন, দাপ্তরিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদস্য রিপন আলী, সাবেক সাধারণ সম্পাদকজাকির হোসেন, অফিস সচিব শ্রী জয়ন্ত পাত্র। গত ১৯ জানুয়ারী থেকে ক্রিকেট টুর্নামেন্ট সুচনা হয়ে গতকাল শুক্রবার ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
পরবর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.