কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের কানাইডাঙ্গা গ্রামে (৭নং ওয়ার্ডে) জাতীয়তাবাদী মহিলা দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী মনিরা পারভিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মন্টু মিয়া, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন এরশাদ, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক ছালমা জাহান পারুল, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. শামসুজ্জোহা পলাশ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী ভুট্ট, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম টুটুল, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মতিন খসরু, কৃষকদল নেতা রোকনুজ্জামান তোতাম, শামসুল আলম, সহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হক, সাবেক মেম্বার ফরজ আলী, বিএনপি নেতা সোহরাব হোসেন, ফজলুল হক, সুরাত আলী, আব্দুল মালেক, সাইদুর রহমান, জেলা ছাত্রদলের সহসভপতি মোস্তফা কামাল, যুবদল নেতা শামীম, শিলন আহম্মেদ, হাসিবুল, সরজত, আনছার, রিপন, মমিন, সবুজ, মিলন, কৃষকদল নেতা আহসান খান, সোহাগ, জাতীয়তাবাদী মহিলা দল নেত্রী আলেয়া সিদ্দিকা, শাহানা পারভিনসহ শতশত জাতীয়তাবাদী মহিলা দলের নেতাকর্মী। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রফেসর আবুল হাসেম।
পূর্ববর্তী পোস্ট
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.