মাথাভাঙ্গা মনিটর: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজা দখল নেয়া পরিকল্পনার কথা ফের জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, যুদ্ধের পর ইসরায়েলই গাজা যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তর করবে। এ ছাড়া ট্রাম্প জানিয়েছেন যে, গাজায় কোনো মার্কিন সেনারও দরকার পড়বে না। গতকাল বৃহস্পতিবার নিজের সোশ্যাল ট্রুথে ট্রাম্প লিখেছেন, যুদ্ধের সমাপ্তিতে ইসরায়েল গাজা ভূখ- যুক্তরাষ্ট্রের কাছে দিয়ে দেবে। ফিলিস্তিনিরা ততক্ষণে দূরে ওই অঞ্চলের নিরাপদ কোনো স্থানে, আরও সুন্দর এলাকায়, নতুন ও অত্যাধুনিক বাড়িতে পুনর্বাসিত হবে। গত মাসে গাজা পুরোপুরি খালি করার কথা জানান ট্রাম্প। এরপর চলতি সপ্তাহে ট্রাম্প জানান, গাজার নিয়ন্ত্রণ নেবে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন বক্তব্যের পর বিশ্বজুড়ে তুমুল আলোচনা সমালোচনা শুরু হয়।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গায় পুলিশের বিশেষ কল্যাণ সভায় জেলার শ্রেষ্ঠত্বে আলমডাঙ্গা থানা পুলিশের জয়জয়কার
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.