কেরুজ শ্রমিক রূপমকে বন্ধ পঞ্চগড় চিনিকলে বদলি আদেশে উত্তপ্ত মিল আঙ্গিনা

বদলি আদেশ প্রত্যাহার না করা হলে ডিস্টিলারিসহ সকল বিভাগ বন্ধের হুশিয়ারি : সেনাবাহিনীর আশ্বাসে আন্দোলন স্থগিত

দর্শনা অফিস: কেরুজ পারর্তীপুর বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ, আসন্ন শ্রমিক-কর্মচারি ইউনিয়নের শক্তিশালী সাধারণ সম্পাদক পদপ্রার্থী সৌমিক হাসান রূপমকে বদলি করা হয়েছে বন্ধ পঞ্চগড় চিনিকলে। নির্বাচনের মাত্র ৯ দিন আগে রূপমকে বদলির খবরে দিনভর উত্তপ্ত ছিলো মিল আঙ্গিনা। দফায় দফায় বিক্ষোভকারীদের মিছিল ও শ্লোগানে উত্তেজনা বিরাজ করেছে কেরুজ এলাকা। মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সাথে কয়েক দফা বৈঠক করেছেন শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তারা। অবশেষে রাত সাড়ে ১১টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে শান্ত হয়েছে বিক্ষোভকারীরা। রোববার পর্যন্ত অপেক্ষার অনুরোধ মিলের এমডির। অপেক্ষা করতে নারাজ আন্দোলনকারীরা শেষ পর্যন্ত সেনাবাহিনীর আশ্বাসে ফিরেছে বাড়ি। আন্দোলন সাময়িক স্থগিত করেছে। রোববার বিকেল ৫টা পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছে। ওই সময়ের মধ্যে রূপমের বদলি আদেশ প্রত্যাহার না করা হলে বড় ধরনের আন্দোলনে মাঠে নামার হুমকি শ্রমিক-কর্মচারিদের। সে আন্দোলনে কেরুজ চিনি কারখানা, ডিস্টিলারিসহ সকল বিভাগের কার্যক্রম বন্ধ করে দেয়ার হুশিয়ারী দিয়েছে বিক্ষোভকারীরা। আখ মাড়াই বন্ধ করে দেয়ায় অর্ধকোটি টাকা ক্ষতির সম্মুখীন হতে পারে চিনি কারখানা। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুপক্ষের আলোচনায় আলোর মুখ না দেখলে শেষ পর্যন্ত ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেনাবাহিনীর উপস্থিতিতে অবরুদ্ধ ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান ফিরেছেন তার বাসভবনে। টানা ১০ ঘন্টার মাথায় রাত ১২টার দিকে আখ মাড়াই শুরু হয়েছে। এদিকে মিলগেটে আখ নিয়ে আসা কৃষকদের পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। দেশের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান কেরুজ চিনিকলের ঢাকা বন্ডেড ওয়ার হাউজে দীর্ঘদিন ইনচার্জের দায়িত্ব পালন করেছিলেন কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের ৯ বারের সাবেক সাধারণ সম্পাদক, সম্প্রতি অবসরপ্রাপ্ত মাসুদুর রহমান মাসুদের একমাত্র ছেলে সৌমিক হাসান রূপম। মাত্র ১৫ দিন আগে রূপমকে ঢাকা থেকে পার্বতীপুর বন্ডেড ওয়ার হাউজে বদলি করা হয়। এদিকে কেরুজ শ্রমিক-কর্মচারি ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচনের দিন ঘোষণা করা হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারিতে। এবারের নির্বাচনে ৪জন প্রতিদ্বন্দ্বি সাধারণ সম্পাদক প্রার্থীর মধ্যে রূপম শক্তিশালী একজন প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে শ্রমিক-কর্মচারী ভোটারদের দাবী। গতকাল বৃহস্পতিবার নির্বাচনের তফসিল ঘোষণা দিন ছিলো। যখন তফসিল ঘোষণা সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন পরিচালনা পর্ষদ ঠিক তখনি দুপুর দুটোর দিকে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ অব পার্সনাল হামিদুল ইসলাম স্বাক্ষরিত পত্র কেরুজ এমডির কাছে ই-মেইলে পৌছায়। ওই পত্রে উল্লেখ করা হয় পার্বতীপুর বন্ডেড ওয়ার হাউজের ইনচার্জ সৌমিক হাসান রূপমকে বদলি করে বন্ধ পঞ্চগড় চিনিকলের জ্যেষ্ঠ করণিক (প্রশাসনে) ও যশোর বন্ডেড ওয়ার হাউজের সহকারী ইনচার্জ রাশিদুল হককে পার্বতীপুর বন্ডেড ওয়ার হাউজে আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। এ খবর কেরুজ চিনিকল এলাকায় ছড়িয়ে পড়লে ফুঁসে ওঠে শ্রমিক-কর্মচারীরা। শুরু হয় বিক্ষোভ মিছিল। চিনিকলের প্রধান ফটকের সামনে কয়েকটি টায়ারে আগুন ধরিয়ে প্রতিবাদ করেছে বিক্ষাভকারীরা। দুপুর দুটোর পর থেকে চিনি কারখানার প্রধান ফটকের সামনে বিক্ষোভকারীরা অবস্থান নিতে শুরু করে। কয়েক মিনিটের মধ্যেই বন্ধ করে দেয় আখ মাড়াই কার্যক্রম। শ্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে মিল আঙ্গিনা। দলমত নির্বিশেষে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সকল নেতৃবৃন্দ পৌঁছান ঘটনাস্থলে। আন্দোলনকারীদের সাথে তারাও একাত্মতা ঘোষণা করেন। ফলে আন্দোলন আরো বেগবান হয়। বিকাল সাড়ে ৩ টার দিকে মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসানের সাথে অতিথি ভবনে প্রথম দফায় বৈঠক হয় শ্রমিক-কর্মচারী নেতাদের। ওই বৈঠকে সকল নেতৃবৃন্দ লিখিতভাবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যানের আবেদনের সিদ্ধান্ত নেয়া হয়। সে মোতাবেক মিলের ব্যবস্থাপনা পরিচালক বিকেল ৪টার দিকে বদলি আদেশ প্রত্যাহারের ই-মেইলে লিখিত আবেদন পাঠান। তবুও থেমে থাকেনি বিক্ষোভকারীরা। চালু করতে দেয়নি আখ মাড়াই কার্যক্রম। বিকেলে ফের শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দ বৈঠক করেন মিলের এমডির সাথে। সন্ধ্যার আগে বিক্ষোভকারীরা দুভাগে বিভক্ত হয়ে অবস্থান নেয় মিলের জেনারেল অফিস ও চিনি কারখানার সামনে। বদলি আদেশ প্রত্যাহারের দাবীতে অনড় শ্রমিক-কর্মচারীরা করে বিক্ষোভ সমাবেশ। রাত ৮টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার, দর্শনা থানার অফিসার ইনচার্জ ও শ্রমিক নেতৃবৃন্দ ব্যবস্থাপনা পরিচালকের সাথে ফের বসেন বৈঠকে। বৈঠক শেষে শ্রমিক নেতৃবৃন্দ বিক্ষোভকারীদের শান্ত করার উদ্দ্যোশ্যে বক্তব্য দেন। এ সময় নেতৃবৃন্দ জানান, বৈঠকে সিদ্ধান্ত মোতাবেক আগামী রোববার পর্যন্ত সময় দিতে হবে মিলের ব্যবস্থাপনা পরিচালককে। সেই সাথে চিনি কারখানার কার্যক্রম চালু করতে হবে। রোববার বদলি আদেশ প্রত্যাহার না হলে দলমত নির্বিশেষে সকল সংগঠনের নেতৃবৃন্দ ও কর্মী সমর্থক এক হয়ে বৃহত্তর আন্দোলনে মাঠে নামবে। এতে আরো উত্তোজিত হয়ে পড়েন বিক্ষোভকারীরা। পরিস্কারভাবে এ সিদ্ধান্ত প্রত্যক্ষান করা হয়। নেতৃবৃন্দকে জানিয়ে দেয়া হয় যতক্ষণ পর্যন্ত রূপমের বদলি আদেশ প্রত্যাহার না করা হবে ততক্ষণ আন্দোলন থামবে না, বাড়ি ফিরবে না আন্দোলনকারীরা। সেই সাথে চিনি কারখানা, ডিস্টিলারিসহ মিলের সকল বিভাগ বন্ধ রাখার সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয় নেতৃবৃন্দকে। পরিস্থিতি শান্ত করতে ব্যার্থ হয়ে নেতৃবৃন্দ ফিরে যান। কিছুক্ষণের মধ্যেই আন্দালনকারীদের উদ্দ্যেশে বক্তব্য দেন মিলের ব্যবস্থাপনা পরিচালক রাব্বিক হাসান। তিনি জানান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলাপ-আলোচনা চলমান রয়েছে। সাপ্তাহিক ছুটি জনিত কারণে আগামী রোববার পর্যন্ত কোন সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। তবে রূপমের বদলি আদেশ প্রত্যাহারে আমার চেষ্টার কমতি থাকবে না, প্রয়োজনীয় সকল ব্যবস্থা করবো আন্তরিকতার সাথে। তাতেও দমেনি আন্দোলনকারীরা। মুখের ওপরেই তারা সাফ জানিয়ে দেয় রূপমের বদলি আদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। আখ মাড়াই ও চিনি উৎপাদন বন্ধ রাখায় ৪৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হতে পারে বলে জানা গেছে। দুপুর থেকে দুর-দুরান্ত থেকে আখ নিয়ে মিলগেটে আসা কৃষকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। কৃষকেরাও কয়েক দফায় ব্যবস্থাপনা পরিচালকের সাথে কথা বলেছেন।
এদিকে গতকাল বিকেলে নির্বাচনী তফসিল ঘোষণার কথা থাকলেও পরিস্থিতির কারণে সে সিদ্ধান্ত থেকেও সরে এসেছেন নির্বাচন পরিচালনা কমিটি। তবে কবে নাগাদ তফসিল ঘোষণা হবে তাও যেমন জানা যায়নি, তেমনি জানা যায়নি নির্বাচনের দিনক্ষণ পেছানো হবে কী-না। তবে গতকাল রাত ১১টা পর্যন্তও আন্দোলনকারীদের অবস্থান দেখা গেছে জেনারেল অফিসের সামনে।

এছাড়া, আরও পড়ুনঃ

মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More